শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শ্যামনগরের ঈশ্বরীপুর চ্যাম্পিয়ন

কলারোয়া বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শ্যামনগরের ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। স্বাগতিক কলারোয়া ফুটবল একাডেমিকে টাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে তারা।

শনিবার (২৭অক্টোবর) বিকেলে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলার পুরোটা সময় আক্রমন-পাল্টা আক্রমনে মুখোরিত ছিলো। মুহুর্মুহু উত্তেজনায় মাঠের চারধার কানায় কানায় পূর্ণ ছিলো দর্শকে। নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারের পেনাল্টি শটে বিজয়ী ঈশ্বরীপুর ৩টি গোল দিলেও স্বাতিকরা ৩টি শট মিচ করে।

রেফারির দায়িত্ব পালন করেন নাছির হোসেন। সহকারী রেফারি ছিলেন মিয়া মো.ফারুক হোসেন স্বপন ও মাসউদ পারভেজ মিলন। চতুর্থ রেফারি ছিলেন মোশাররফ হোসেন।

ধারাভাষ্যে ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহীন, সাইফুজ্জামান, জাহাঙ্গীর হোসেন ও রুস্তম আলী।

কলারোয়া পাবলিক ইন্সটিটিউট, এমআর ফাউন্ডেশন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্বাগতিক দলের সাঈদ আলী, সেরা গোলদাতা একই দলের সাইদুর, সেরা গোলকিপার ঈশ্বরীপুরের আমিন হোসেন। আর ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মুকুল।

এমআর ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের অর্থায়নে ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ৪০হাজার টাকা প্রাইজমানি ও রানার্সআপ দলকে ২০হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

এছাড়াও ব্যক্তি পর্যায়ে অনেকে পুরষ্কার ও অর্থ প্রদান করেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
পাবলিক ইন্সটিটিউটের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মারুফ আহম্মদ, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী, পৌরসভার প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, ক্রীড়া সংস্থার সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরীসহ অন্যরা।

এদিকে, দর্শকদের বসার জন্য চেয়ার ভাড়া বাবদ জনপ্রতি ১০টাকা করে উত্তোলন করায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!