শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

‘বঙ্গবন্ধুর জন্ম দিন, শিশুর জীবন করো রঙিন’- স্লোগানে বর্ণাঢ্য আয়োজন আর বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে কলারোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

রবিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি পালন করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও পৌরসদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পূষ্পমাল্য অর্পন করে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
সেখানে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ইউএনও আরএম সেলিম শাহনেওয়াজ, থানার ওসি মনিরুজ্জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত দিবসটির আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, কৃষি অফিসার মহাসীন আলী, শেখ আমানুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম ও পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন।

পরে উপজেলা শিল্পকলা একাডেমীতে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে অনুরূপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি মন্ত্রণালয়ের উপসচিব আজম-ই-সাদত পল্টু। অধ্যক্ষ ডা.এমএ বারিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অধ্যক্ষ ইউনুস আলী, প্রভাষক ডা. হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. ফতেমা খাতুন।

হিজলদী কমিউনিটি ক্লিনিক
উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ক্লিনিকের সভাপতি নজরুল ইসলাম, সিএইচসিপি শেফালী খাতুনসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপজেলার অন্যান্য কমিউনিটি ক্লিনিকগুলোতেও অনুরূপভাবে দিবসটি পালিত হয়।

বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
এদিকে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, র‌্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অধ্যক্ষ ফারুক হোসেনের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষা হাবিবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আবুল খায়ের, আনারুল ইসলাম, রফিকুল ইসলাম, দেবব্রত বিশ্বাস, প্রভাষক মুরাদ হোসেন, আরিফ মাহমুদ, আতিকুর রহমান, আয়শা সুলতানা, সুভাষ চন্দ্র পাল, আমজাদ হোসেন, চায়না কর্মকার, সুনিল কর্মকার, শাহিনুর রহমান, সাখাওয়াত হোসেন প্রমুখ।
দেয়াড়া ইউনিয়নের খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, খোরদো সালেহা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা