শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় প্রাকৃতিক গ্যাসের সন্ধান!

সাতক্ষীরার কলারোয়ায় প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। টিউবওয়েল থেকে ওই গ্যাস বের হচ্ছে। আর উদগীরণকৃত টিউবওয়েলের পাইপ লাইনের মুখে গ্যাসে আগুন ধরিয়ে রীতিমতো ভাত রান্না করছেন স্থানীয় কয়েকজন। উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন মাটি ফুঁড়ে গ্যাস বের হওয়ার দৃশ্য দেখতে।

উপজেলার হেলাতলা ইউনিয়নের জাফরপুর গ্রামের জনৈক শামছুর রহমানের বাড়িতে এ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। তার বাড়ির পরিত্যক্ত একটি কক্ষের ভিতরে স্থাপিত টিউবওয়েলের (কলের) মুখ থেকে তীব্র গতিতে গ্যাস বাহির হওয়ার দৃশ্য দেখা গিয়েছে।

প্রাকৃতিক গ্যাসের সন্ধানের খবর পেয়ে বৃহষ্পতিবার দুপুর ৩টার দিকে সেখানে যান কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায়, এলজিইডি প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, কলারোয়া নিউজের চিফ রিপোর্টার সাংবাদিক জুলফিকার আলী, ইউপি সদস্য আব্দুস সাত্তার প্রমুখ।

হেলাহলা ইউনিয়নের জাফরপুর গ্রামের শামছুর রহমান (৩৩) পেশায় একজন কৃষক ও ছোটখাটো ব্যবসায়ী। তার নিজের বসতবাড়ির পাশে একটি ঘরে কয়েক বছর আগে টয়লেট-বাথরুম করার লক্ষ্যে সেখানে একটি টিউবওয়েল স্থাপন করেন। মাস ছয়েক ধরে ওই ঘর থেকে সামান্য ‘হু’‘হু’ শব্দ শোনা যেতো। সেখানে গিয়ে তেমনা দেখা বা বুঝতে পারতেন না শামছুর রহমান ও তার পরিবারের কেউ। রাতের বেলা সেই ‘হু’‘হু’ শব্দটা বেশ জোড়ে শোনা যাওয়ায় অনেকটা ভীতুও হয়ে পড়েন শামছুর রহমানের পরিবার। এমনটা চলতে থাকার পর গত ২/৩দিন ধরে ওই শব্দটা যেনো আরো বেশি তীব্র আকারে শোনা যেতে থাকলো। এমনই অবস্থায় শামছুর রহমান প্রতিবেশি কয়েকজনকে সাথে নিয়ে পরিত্যক্ত ওই ঘরের মধ্যে গিয়ে প্রাকৃতিক গ্যাস বের হওয়ার বিষয়টি অনুধাবন করতে পেরে মাটির গোড়া থেকে টিউবওয়েলটি (কল) খুলে ফেলেন। পরবর্তীতে সেখানে ম্যাচের আগুন ধরিয়ে দিলে পানির পাইপের মাটির ওই মুখে আগুন ধরে যায়, যেটা এ রিপোর্ট লেখা পর্যন্ত অনরবত জ্বলছে।

সরেজমিনে সেখানে গিয়ে ইউএনও উত্তম কুমার রায় বলেন- এ বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের দিয়ে পরীক্ষানিরীক্ষা করার উদ্যোগ নেয়া হবে। যেকোন দূর্ঘটনা এড়াতে ও নিরাপত্তার স্বার্থে প্রাকৃতিক গ্যাস বের হওয়া ওই ঘরের দরজা-জানালা খুলে রাখার আহবান জানান তিনি।

এদিকে, প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়ার খবরে স্থানীয় উৎসুক মানুষ সেখানে ভীড় জমাচ্ছেন। স্থানীয় প্রতিবেশিরা গ্যাসের আগুনের মুখে ভাতের হাড়ি দিয়ে রীতিমতো ভাতও রান্না করছেন।

স্থানীয়দের অভিমত- বিশেষজ্ঞ মহল দিয়ে পরীক্ষা ও যথাযথ পদক্ষেপ নিলে হয়তো এখানে উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান পাওয়া যেতে পারে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা