মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে দূর্ঘটনায় নিহত ইমনের লাশ

সাতক্ষীরার কলারোয়ায় বন্ধনের এই মায়াজাল ছিড়ে হাজারও ভালবাসায় চির নিদ্রায় সমাহিত/ দাফন করা হয়েছে সবার অতি প্রিয় হাস্যজ্জ্বল মুখ ঢাকা পলিটেকনিক কলেজের ডিপ্লোমার মেধাবী ছাত্র সড়ক দূর্ঘটনায় নিহত জিএম জাহিদ হাসান ইমন (২৩) এর লাশ।
সোমবার দুপুর ১টার দিকে যশোর জেলা স্কুলের সামনে দূর্ঘটনায় নিহত হলে মঙ্গলবার বেলা ১০টার দিকে কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত ইমন কলারোয়া পৌরসভার জনপ্রিয় মেয়র ও উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক গাজী আক্তারুল ইসলামের ভাইপো এবং গদখালী গ্রামের আব্দুস সামাদ সাবোর আলী গাজীর ছোট ছেলে। তিন ভাই বোনের মধ্যে ইমন ছিল পরিবারের সবার আদরের সন্তান।
নিহত ইমনের মৃতে্যুর সংবাদ মুহুত্বের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে আতœীয়-স্বজনের কান্নায় সেখানকার পরিবেশ ভারি হয়ে উঠে।
শুভাকাঙ্খিসহ বন্ধুরা নিহত ইমনের বাড়িতে ভিড় জমায় তাকে এক নজর দেখার জন্য।

সেই সাথে শোক পরিবারকে সমবেদনা জানাতে আসা নিহতের বাবা- মার আহাজারিতে এলাকার মানুষ চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। সবার বার বার চোখের পানি মুর্চ্ছনা করছেন।

মেধাবী ছাত্র ইমন দূর্ঘটনায় নিহত হওয়ার খবর শুনে তার বাড়িতে ছুটে যান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ব শেখ আমজাদ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুসহ পরিচিতজন।
এ সময় তারা সড়ক দূর্ঘটনায় নিহত ইমনের রুহের মাগফেরাত কামনা করে শোক পরিবারকে সমবেদনা জানায়। মঙ্গলবার সকাল ১০টার দিকে কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে নিহত ইমনের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

হাজারও মুসুল্লীগনের সন্মুখে জানাযার নামাজ পূর্বক সংক্ষিপ্ত আলোচনা করেন নিহতের চাচা পৌর মেয়র গাজী আক্তারুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আবু নছর ও পিতা সাবোর আলী গাজী।

এছাড়া জানাযার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ব শেখ আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, যুগ্ন সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাবেক উপাধ্যক্ষ আব্দুল মজিদ, জাতীয় পাটির সাবেক সভাপতি মুনছুর আলী, কাউন্সিলর জামিল হোসেন, আকিমুদ্দিন আকি, মফিজুল হক, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা ফারুক, শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুল ইসলাম, শিক্ষক তামিম আজাদ মেরিন, রাশেদুল হাসান কামরুল, জুলফিকারুজ্জামান জিল্লু, এমএ সাজেদ, ডাঃ কাজী শামসুর রহমান, মরুহুমের দাদা আলহাজ্জ্ব আকবার আলী গাজী, পিতা সাবোর আলী গাজী, চাচা আনো গাজী, আতের গাজী, নাজমুল গাজী, রবি গাজী, ভাই রিগান গাজী, সিগান গাজী, নয়ন গাজী, বন্ধু রিপন, নয়ন, ইকবল, মামুন, জাহিদ, উজ্জ্ব, কাদের, তপু, আকাশ, ইমাম, প্রান্ত, রাব্বি, রাসেলসহ অসংখ্য শুভাকাঙ্খিবৃন্দ প্রমুখ। জানাযার নামাজ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবুল কালাম। জানাযার নামাজ শেষে মরুহুম ইমনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এছাড়া আগামী ৩রা মার্চ শনিবার মরুহুম ইমনের রুহের মাগফেরাত কামনা করে যোহর নামাজের পর তার বাড়িতে দোয়া অনুষ্ঠান করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা