সোমবার, অক্টোবর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় নাশকতা সৃষ্টিকারীদের কোন স্থান নেই : পুলিশ ও আ.লীগ নেতৃবৃন্দ

বৃহস্পতিবার বি.এন.পি নেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও তার দোসররা যেন কোন নাশকতা করতে না পারে সেজন্য উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে বিপুল সংখ্যক নেতা-কর্মী সমবেত হয়। বেলা ২ টার পর ঘোষিত রায়ে খালেদা জিয়ার ৫ বছরের সশ্রম সাজা হলে নেতা-কর্মীরা মিষ্টিমুখ করে মিছিল- সমাবেশ করে উল্লাস প্রকাশ করে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেনসহ আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

অপরদিকে, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে কাছারিপাড়া মোড়ের দলীয় অফিসে নেতা-কর্মীরা সমবেত হয়। রায় ঘোষণার পর সেখানেও আনন্দ উল্লাসে ফেটে পড়ে মিছিল- সমাবেশ করে কর্মী সমর্থকরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিকলীগের সহ.সভাপতি সরদার মুজিবসহ আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। সব মিলিয়ে রায় ঘোষণার দিন গোটা কলারোয়া ছিলো আ.লীগের দখলে।

এছাড়া, থানা এলাকার কোথাও কোন প্রকার নাশকতামূলক কর্মকান্ড যাতে না হয় সে ব্যাপারে কলারোয়া থানা পুলিশ ছিলো সদা প্রস্তুত। এ ব্যাপারে গ্রাম পুলিশসহ সকল পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন থানার ওসি বিপ্লব দেবনাথ। কলারোয়া থানার সকল অফিসার ও পুলিশসদস্যরা দক্ষতার সাথে উপজেলার বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে জনগনকে শংকামুক্ত করার চেষ্টা চালিয়ে সফল হন তারা। যে কোন ধরণের নাশকতা সৃষ্টি ও পরিকল্পনার খবর থানা পুলিশকে অবহিত করার আহবান জানান থানার ওসি। বিগত ২০১৩-১৪ সালে কলারোয়ায় সংঘটিত নৈরাজ্য ও ব্যাপক নাশকতার ঘটনাকে মাথায় রেখে নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান থানার ওসি বিপ্লব দেবনাথ।

দিনভর ও রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কলারোয়ার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। বিজিবিসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনীকে টহল দিতে দেখা যায়।

তবে রায়কে ঘিরে বিএনপির সমর্থনে কোন কর্মকান্ড চোখে পড়েনি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা