রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কয়েকজন আহত

কলারোয়ায় দুই স্থানে শাসকদলীয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ-ভাংচুর, আটক ১

সাতক্ষীরার কলারোয়ার পৃথক দু’টি স্থানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাবাড়িয়া বাজারে ও যুগিখালী ইউনিয়নের গড়গড়িয়া বাজারে ওই হামলা-ভাংচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছুলে পরিস্থিতি শান্ত হয়।

এঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। আটক করা হয়েছে এক ব্যক্তিকে। উদ্ধার করা হয়েছে কয়েকটি দেশীয় অস্ত্র।

কলারোয়া থানার সদ্য সাবেক অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ বদলিজনিত কারণে কলারোয়া থেকে অন্যত্র চলে যাওয়ার পরদিনই এ ঘটনা ঘটলো।

স্থানীয় শাসকদলীয় দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষ, হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সোনাবাড়িয়ায় এক ইউপি সদস্যের উপর হামলা ও গড়গড়িয়া বাজারে সন্ত্রাসী হামলায় দোকানপাট ভাংচুর, লুটপাট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোনাবাড়িয়ায় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও ইউপি সদস্যকে মারপিট করে আহত করেছে প্রতিপক্ষরা। আহত ইউপি সদস্য আনোয়ারুল ইসলামকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত  পুলিশ সুপার মেরিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত ইউপি সদস্য  আনোয়ারুল ইসলাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সোনাবাড়িয়া বাজার দোকান মালিক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।

তিনি জানান, বুধবার সকালে হাট ইজারার টাকা জমা দেয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে  তিনি স্কুল অভিমুখে যাচ্ছিলেন। এ সময় তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে পেটাতে থাকে এলাকার কতিপয় যুবকরা। তারা তার কাছ থেকে আড়াই লাখ টাকাও ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে গেলে গ্রামবাসী তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করেন।

হামলাকারীরা সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যানের সমর্থক বলে জানান তিনি। চেয়ারম্যানের ইন্ধনে এই হামলা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, আমিসহ এলাকাবাসী চোরাচালান, নারী পাচার, দুর্নীতি ও অন্যান্য অনিয়মের বিপক্ষে অবস্থান নিয়েছিলাম।

মঙ্গলবার রাতে বদলি হয়েছেন কলারোয়া থানার ওসি। এই সুযোগ ব্যবহার করে তার ওপর চেয়ারম্যান সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, হামলাকারীরা বাজারের  কয়েকটি  দোকান ভাংচুর করে। এছাড়া ওই হামলাকারীরা আ. রশিদ নামের চল্লিশোর্ধ বছরের এক ব্যবসায়ীকে একই সময় পিটিয়ে আহত করে। তিনিও বর্তমানে কলারোয়া হাসপাতালে ভর্তি হয়েছেন।

এবিষয়ে জানতে যোগাযোগ করা হলে সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি বলেন, আনোয়ারুল ইসলাম ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, হামলাকারীদের একজন রেজাও পাশের আরেক ওয়ার্ডের আ.লীগের সেক্রেটারি । তারা মারামারি করেছেন শুনেছি। সবাই তো আমার লোক। তবে এতে আমার কোনো ইন্ধন নেই’।

এঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

এদিকে, কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের গড়গড়িয়া বাজারে প্রতিপক্ষরা হামলা চালিয়ে এক ব্যবসায়ীর দোকানপাট ভাংচুর ও লুটপাট করেছে বলে জানা গেছে। এসময় ওই ব্যবসায়ীসহ ২জন আহত হয়েছে।

খবর পেয়ে সরসকাটি পুলিশ ফাড়ির এসআই সিরাজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন।

আহত ব্যবসায়ী  বাবুল স্টোরের মালিক মোজাম সরদার জানান, নৌকায় ভোট করার অপরাধে কলারোয়া থানার ওসি বদলী হওয়ার সংবাদ পেয়ে কতিপয় ১০/১২জন ব্যক্তি লোহার রড, দা, লাঠিসোটা নিয়ে গড়গড়িয়া বাজারে হামলা করে তার দোকান ভাংচুর করে ৩৩হাজার টাকা লুট করে প্রায় ৪লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি করেছে।

পরে সংবাদ পেয়ে তার ছেলে বাবুল  আক্তার এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ী ভাবে মারপিট করে আহত করে।

এ ঘটনায় কলারোয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা