মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় জামাইয়ের থাপ্পড়ে প্রাণ গেল শ্বশুরের, জামাই আটক

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জামাইয়ের এক থাপ্পড়ে শ্বশুর কাশেম আলী গাজী (৭২) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯টার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামে। নিহত ওই শ্বশুর লক্ষ্মীখোলা গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে।

এ ঘটনায় প্রতিবেশীরা জামাই আব্দুল জলিল বিশ্বাস কে (৪০) আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে। ঘাতক জামাই একই উপজেলার হেলাতলা ইউনিয়নের উত্তর দিগং গ্রামের আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে।

এদিকে এ ঘটনায় রাতেই সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের স্ত্রী রোজিনা খাতুন জানান- বিগত ১০ বছর আগে উপজেলার দিগং গ্রামের আব্দুল জলিলের সাথে তার মেয়ে রেমশা খাতুনের বিয়ে হয়। সতীনের সংসারে এসে রেমশাকে স্বামী জলিল যৌতুকের দাবিসহ বিভিন্ন কারণে নির্যাতন করে আসছে। এক পর্য়ায়ে পারিবারিক অশান্তির কারণে ঈদের কয়েকদিন আগে বাবার বাড়িতে চলে আসেন রেশমা। গত সোমবার ওই সময় জামাই জলিল রেশমাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাড়িতে আসলে শ্বশুরের সাথে জামাইয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামাই শ্বশুরের মুখে স্বজোরে চড় মারে। এতে শ্বশুর পাশের দেয়ালে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় প্রতিবেশীরা জামাইকে আটকে রেখে থানা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে জামাইকে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ নিহতের ঘটনাটি নিশ্চিত করে বলেন- ঘাতক জামাই জলিলকে আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি হত্যা মামলা (নং-১৫ তাং-১৮/০৬/১৮ ইং) হয়েছে বলে তিনি জানান।

স্থানীয় সূত্র জানায়- তাদের বিয়ের ৩/৪বছর পর সংসারে তেমন আয় রোজগার না থাকায় প্রায় প্রতিদিন ছোট খাটো ঝগড়া লেগেই থাকতো। এর মধ্যে তাদের সংসার আলো করে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম নেয়। এর পরেও নির্যাতন আরো বেড়ে যায়। মেয়ের অসহায় পিতা মেয়ের নির্যাতন না দেখতে পেরে জামাইকে একটি নছিমন কেনার জন্য ৩০হাজার টাকাও দেন। কিছু দিন পরে আরো টাকা দাবী করে যৌতুক লোভী আব্দুল জলিল তার স্ত্রীকে মারপিট করে বাপের বাড়ী পাঠিয়ে দেয়। এ নিয়ে কয়েকবার গ্রাম্য শালিসও হয়েছে। তার পরেও দুটি সন্তানের মুখের দিকে চেয়ে রেশমা খাতুন অন্যের বাড়ীতে ঝিয়ের কাজ করে সংসারটি চালানোর চেষ্টা করে আসছিলো।
পবিত্র ঈদু-উল ফিতরে বাড়ীতে সিমাই, চিনিও জোটেনি তাদের।
এর মধ্যে মঙ্গলবার রাত ৯টার দিকে জামাই আ. জলিল শ্বশুর বাড়ীতে এসে সামনে শ্বশুর কাশেম আলীকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ইঞ্জিন ভ্যান কেনার জন্য টাকা দাবী করে। শ্বশুর টাকা দিতে অস্বীকার করায় সে আরো ক্ষিপ্ত হয়ে কাথা কাটাকাটির এক পর্যায়ে বৃদ্ধ শ্বশুর কাশেম আলীকে চড় থাপ্পড় মারে। সেসময় সে পরে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা