রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় জমিজমা বিরোধে প্রতিবেশিদের মারপিট করলো সাবেক শিবির কর্মীরা!!

কলারোয়ায় এবার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ প্রতিবেশিদের মারপিট করলো কয়েকজন সাবেক শিবির কর্মীরা।
জামায়াত-শিবিরের চিহ্নিত ওই কর্মীরা রাস্তাদখলের অজুহাত তুলে প্রতিবেশি আওয়ামীঘরনার ৫জন নারী-পুরুষকে মারপিটের পর তারা আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগিরা।

শনিবার (১৩এপ্রিল) সকালে উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো-বাটরা গ্রামে ওই ঘটনা ঘটে।

গুরুতর আহত হয়ে কলারোয়া হাসপাতালে ভর্তি হয়েছেন ওই গ্রামের মৃত খোশাল গাজীর পুত্র নজরুল ইসলাম গাজী, নজরুলের ছোট ভাই রেজাউল করিমের স্ত্রী নাসরিন সুলতানা (২৬), ভাইঝি মৃত মুজবরের কন্যা রত্না খাতুন (৩০), চাচাতো ভাই নিজাম গাজীর পুত্র কেরামত আলী গাজী (৬৭) ও বাবর আলী গাজী (৩২)। এদের মধ্যে কারো মাথা ফেটেছে, হাত ভেঙ্গেছে ও অন্যান্যভাবে আহত হয়েছে। আহত নজরুল ইসলাম বাদি হয়ে কলারোয়া থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগসূত্র ও স্থানীয়ভাবে জানা গেছে- শুক্রবার নজরুল ইসলাম ও তার ভাইদের জমির সীমানা নির্ধারণে আমিন (সার্ভেয়ার) দিয়ে জমি মাপা হয়। জমির মাপার পর সীমানা নির্ধারণ করে খুটিও পোতেন তারা। পরে শনিবার সকালে সরকারি রাস্তার পাশে নিজেদের জমিতে নাসরিন সুলতানা ময়লা-আবর্জনা ফেলার সময় প্রতিবেশি আতিয়ার রহমান গাজীর পুত্র ইমামুল ইসলাম (২৫) তাকে রাস্তাদখলের অজুহাত তুলে বাকবিতন্ডায় জড়ান। একপর্যায়ে ইমামুলের ভাই রবিউল ইসলাম (২২) ও কবির হোসেন (২০) নাসরিনকে মারপিট শুরু করে করে। এসময় উল্লেখিত অপর আহতরা এগিয়ে আসলে আক্রমনকারীদের সংবাদ পেয়ে উপস্থিত মৃত চাঁদ আলী গাজীর পুত্র আতিয়ার রহমান গাজী (৫৫), শহিদুল ইসলামের পুত্র সবুজ হোসেন (২৬) লিটন হোসেন (২৪), মিঠু হোসেন (২২), আতিয়ারের স্ত্রী মনোয়ারা খাতুন (৪৫), শহিদুল ইসলামের স্ত্রী কদবানু (৪৬), ক্ষেত্রপাড়া গ্রামের তকব্বর গাজীর পুত্র আব্দুল জলিল (২৮) ও আব্দুল জব্বার (২৫)ও তাদের মারপিট করে চলে যান। পরে আহতাবস্থায় ৫জন নারী-পুরুষ কলারোয়া হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, আক্রমনকারীরা এলাকায় চিহ্নিত জামায়াত-শিবিরের কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের কমবয়সীরা শিবিরের সাবেক কর্মী বলে তারা জানান।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা