মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

গৃহবধুসহ আহত-৬

কলারোয়ায় গভীর রাতে প্রশাসনের লোক পরিচয়ে ২ ব্যবসায়ীকে অপহরণ!

সাতক্ষীরার কলারোয়ায় প্রশাসনের লোক পরিচয় দিয়ে গভীর রাতে দুই বাড়ীতে হানা, মারপিট ও ব্যবসায়ীসহ দুইজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এঘটনায় বৃহস্পতিবার বেলা ২টার দিকে কলারোয়া থানায় একটি এজাহার দায়ের হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আহাদ আলী খানের বাড়ীতে রাত ১টার দিকে সাদা পোশাকে ৮/১০জনের একটি দল হানা দেয়। তাদের পরিচয় জানতে চাইলে তারা প্রশাসনের লোক পরিচয় দেয়।
এসময় মৃত আহাদ আলী খানের ছেলে ব্যবসায়ী আহসান হাবিব খান (৪০)কে খুজতে থাকে তারা। এক পর্যায়ে আহসান হাবিবকে তারা ধরে সাদা গাড়িতে তুলতে গেলে বাড়ীর গৃহবধূ চায়না খাতুন (৩০), লিপি বেগম (৩৪) ও জবেদা খাতুন(৭০), তানজিলা খাতুন, মাকসুরা খানম, রাশিদা খাতুন এগিয়ে আসলে তারা তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

একই সময় আহসান হাবিবের চাচাতো ভাই রুহুল আমিন খান(৪২)কে তারা ধরে নিয়ে যায়। রুহুল আমিন ওই গ্রামের মৃত আকবার আলী খানের ছেলে।

ঘটনার পরপরই কলারোয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আখতারুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সেই রাত থেকে খুলনা র‌্যাব, সাতক্ষীরা জেলার ডিবি, সিআইডি পুলিশসহ বিভিন্ন স্থানে খোজ খবর করে তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে অপহরণের শিকার আহসান হাবিবের ভাই আজাদ আলী খান থানায় অভিযোগ করে বলেন, ওই সাদা পোশাকধারী ব্যক্তিদের কাছে লাঠি, লোহার রড, অস্ত্র এবং হ্যান্ড কাপ দেখা যায়। পোশাক ধারীদের গায়ে সাদা গেঞ্জি ও ফুলহাতা শার্ট পরা ছিলো।

এবিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আখতারুজ্জামান জানান, প্রশাসনের পক্ষ থেকে ওই দুই ব্যক্তির সন্ধ্যান বের করার চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা