শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় এবার সাংবাদিককে হুমকী দিলেন ইউপি চেয়ারম্যান মনি

কলারোয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে এক সাংবাদিককে হুমকী দিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়ন পরিষদের মধ্যে হিজলদী ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলামকে লাঞ্চিত করার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে।

হুমকীর শিকার জাতীয় দৈনিক ভোরের পাতা, পিপল্স টাইমসের কলারোয়া উপজেলা প্রতিনিধি ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র পত্রিকার কাজিরহাট প্রতিনিধি সরদার জিল্লুর রহমান জানান- ‘ওই ইউনিয়নের সুলতানপুর-হিজলদী রাস্তার দুই ধারে ৩১১টি সরকারি আম গাছ আছে। ওই আম গাছ যারা পরিচর্যা করবেন তারা বিক্রিত আমের শতকরা ৫০ টাকা পাবেন। আর রাস্তার পাশে যাদের জমির ফসল ক্ষতি হবে তারা পাবেন শতকরা ৩০ টাকা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ পাবেন শতকরা ২০ টাকা। কিন্তু গত এক মাস আগে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি কাউকে না জানিয়ে ওই আম গাছের আমগুলো ৩ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করে দেন। বিক্রিকৃত আম গত দুই দিন আগে ক্রেতারা পাড়তে গেলে স্থানীয় হিজলদী ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলামসহ ক্ষেত মালিক এবং গাছ পরিচর্যাকারীরা চেয়ারম্যানের নিকট আম বিক্রির বিষয়টি জানতে চান। তখন চেয়ারম্যান বলেন- আম বিক্রি করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকায়। এরই প্রতিবাদ করে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনকে বিষয়টি জানান ওই ইউপি সদস্য। এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদে ওই ইউপি সদস্যকে লাঞ্চিত করে।
পরে স্থানীয় লোকজন ইউপি সদস্যকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় তিনি ঘটনাস্থলে সরেজমিনে সংবাদ সংগ্রহ করতে গেলে উপজেলা নিবার্হী অফিসারের সামনে তাকে হুমকী-ধামকী দিয়ে সংবাদ সংগ্রহের কাজে বাধা দেয়া হয়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের সাথে ০১৭১৬-৭১৭৯২২ নং মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি মোবাইল রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন জানান- ‘হুমকী ঠিক না, দুই জনের মধ্যে তর্ক বির্তক হয়েছে। তবে আমি চেয়ারম্যানকে বলেছি সাংবাদিকের সাথে এ ধরণের আচরণ না করতে। যদি সাংবাদিক ভুল তথ্য দেয়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। কিন্তু এ ধরণের আচরণ ঠিক না।’

উল্লেখ্য, গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা (পিইসি) চলাকালীন সময়ে নিজের মেয়েকে বিশেষ সুবিধা দিতে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি নিয়মবহির্ভূত কর্মকান্ড করলে তার প্রতিবাদ করায় চন্দনপুর হাইস্কুল পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত অফিসার ও উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগকেও লাঞ্চিত করেন। এমনকি চৌকিদার দিয়ে সরকারি অফিসারকে বেধে নিয়ে যাওয়ার হুংকার করেন ইউপি চেয়ারম্যান মনি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা