কলারোয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৪৮ভাগ, জিপিএ৫- ২৫
কলারোয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় শতকরা পাশের হার ৪৮দশমিক ২৪ভাগ। আর জিপিএ-৫ পেয়েছে ২৫ শিক্ষার্থী। উপজেলার ১১টি কলেজ, ১টি টেকনিক্যাল কলেজ ও ৪টি মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নেয়া ২০৪০ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৯৮৪জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়- এবারের এইসএসসি পরীক্ষায় অংশ নেয়া ১৮৯০ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৮৯জন। জিপিএ-৫ পেয়েছে ২০জন। শতকরা পাশের হার ৪৭.০৩ভাগ।
মাদরাসা থেকে অংশ নেয়া ১১৬জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৭জন। শতকরা পাশের হার ৫৭.৭৬ভাগ। জিপিএ-৫ ১জন। আর ভোকেশনালে ৩৪ পরীক্ষার্থীর মধ্যে ২৮জন পাশ করেছে। পাশের হার ৮২.৩৫ভাগ। জিপিএ-৬ পেয়েছে ৪জন।
শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফলে দেখা গেছে- বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে মোট পরীক্ষার্থী ৭৫, পাস ৪৪, পাশের হার ৫৮.৬৬%, জিপিএ৫- ২জন। কলারোয়া সরকারি কলেজে মোট পরীক্ষার্থী ৬৩৩, পাস ৩০১, ফেল ৩৩২, জিপিএ-৫ পেয়েছে ৮ জন। পাসের হার ৪৭.৫৫%। শেখ আমানুল্লাহ কলেজে মোট পরীক্ষার্থী ছিলো ২৯৫ জন, পাস-১১৮, ফেল ১৭৭, পাশের হার ৪০%, জিপিএ৫- ৪জন। বঙ্গবন্ধু মহিলা কলেজে মোট-৮২জন, পাস ১৯, ফেল ৬৩, পাশের হার ২৩.১৭%। কাজিরহাট কলেজে মোট-১৪৭, পাস ৭৬, ফেল ৭১, পাশের হার ৫১.৭০, জিপিএ৫- ১জন। সোনারবাংলা কলেজে মোট ১৩০, পাস ৮৩, ফেল ৪৭, হার ৬৩.৮৪%, জিপিএ৫- ২জন। চন্দনপুর কলেজে মোট ১১৩, পাস ৫২, ফেল ৬১, হার ৪৬.০১%, জিপিএ৫- ১জন। খালেদা জিয়া কলেজে মোট ২৪০, পাস-১৪০, ফেল ১০০, হার ৫৮.৩৩%,
হাজি নাসিরউদ্দীন কলেজে মোট ১৫৩, পাস ৪৭, ফেল ১০৬, হার ৩০.৭১%, জিপিএ৫- ২জন। হাবিব কলেজে মোট ৮ জন, পাস ৫ জন, ফেল ৩ জন, হার ৬২.৫%। শেখ মুজিবর রহমান কলেজে মোট ১৪ জন, পাস ৫জন, ফেল ৯জন, হার ৩৫.৭১%। হেলতলা টেকনিক্যাল কলেজে মোট ৩৪, পাশ করেছে ২৮, ফেল ৬, জিপিএ৫- ৪। হামিদপুর মাদারাসা থেকে ১৯জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯জন। কলারোয়া আলিয়া মাদরাসা থেকে ৪১জনের মধ্যে ৩১জন পাশ করেছে। কাকডাঙ্গা মাদরাসা থেকে ২৩জন পরীক্ষার্থীর মধ্যে ১২জন পাশ করেছে। জিপিএ৫- ১জন। এবং বুঝতলা মাদারাসা থেকে ৩৩জনের মধ্যে ১৫জন উত্তীর্ণ হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন