মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় আ.লীগের দু’গ্রুপের সাথে বৈঠক করলেন এমপিসহ জেলা নেতৃবৃন্দ

গত ২৫ নভেম্বর কলারোয়ায় আ.লীগের দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সাতক্ষীরা-১ আসনের এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পৃথকভাবে মতবিনিময় সভা করেছেন দলটির কলারোয়া উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সাথে।

২৭নভেম্বর সোমবার দুপুরে উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন গ্রুপের সাথে তাঁর বাসভবন চত্বরে এবং সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু গ্রুপের সাথে কাছারি অফিস সংলগ্ন দলটির দলীয় অফিসে ওই পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা-১ (কলারোয়া ও তালা) আসনের সাংসদ ওয়ার্কার্সপার্টির জেলা সভাপতি এড.মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমুখ নেতৃবৃন্দ পৃথক ওই দু’টি সভাতে উপস্থিত ছিলেন।

পৃথক দু’টি সভাতে উপস্থিত একাধিক নেতাকর্মীরা জানান- সাতক্ষীরা থেকে আগত নেতৃবৃন্দ কলারোয়ায় উভয় পক্ষকে শেখ হাসিনার নেতৃত্বে দলকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। ব্যক্তির চেয়ে দলকে আগে প্রাধান্য দেয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে নেতৃবৃন্দ বিদ্যমান দু’টি গ্রুপের সমস্যাগুলো সাংগঠনিকভাবে সমাধানের আশ্বাস দেন। তারা বলেন- এতে করে বিরোধী পরাজিত শক্তিরা আশকারা পেয়ে আবারো উগ্রবাদি মনোভাবে আগ্রাসন চালানোর উৎসাহ পাবে।

সভাপতি গ্রুপের সভায় দলটির উপজেলা সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, আফজাল হোসেন হাবিল, আসলামুল আলম আসলামসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান, মহিলা আ.লীগের সভাপতি প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্না, যুবলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, ছাত্রলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, সাধারণ সম্পাদক গ্রুপের সভায় সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, সাংগঠনিক সম্পাদক প্রাক্তন ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি ও অধ্যাপক আমজাদ হোসেন, প্রাক্তন ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, প্রাক্তন ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, শ্রমিকলীগ সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিঠু, যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক রুবেল মল্লিক, ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেলসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

 এদিকে, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে জানান- ২৭ নভেম্বর উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের ফেসবুক আইডিতে ‘ইং ২৫/১১/১৭ তাং সমাবেশে বিশৃংখলা কারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা’ শীরোনামের পোস্টটি ‘মিথ্যা ও হাস্যকর’ আখ্যা দিয়ে প্রতিবাদ করেছেন। প্রতিবাদ লিপিতে বলা হয়- বর্তমান পরিস্থিতিতে অনুরূপ মতবিনিময় সভা দু’টি স্থানেই হয়েছে। সভাপতি সাহেব সেটা দলের বর্ধিত সভা বলায় দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে ওই পোস্টটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমিনুল ইসলাম লাল্টু।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা