বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় আরেকজন কে এই অজ্ঞাত ব্যক্তি?

গত সপ্তাহে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পেপার (পোর্টাল) ‘কলারোয়া নিউজ’ -এ ‘কলারোয়ায় বোবা এই ব্যক্তিটি কে?’ শিরোনামে ছবিসহ একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টের সূত্র ধরে ঐ বোবা ব্যক্তির স্বজনরা তাকে নিউজের মধ্যে উল্লেখ করা ঠিকানা অনুযায়ী চন্দনপুর কলেজ মোড় হতে স্থানীয় প্রশাসনের সহযোগীতায় ঘরে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হন।

ওই ঘটনার কয়েক দিন পর চন্দনপুর গ্রামবাসীর অনেকে এই প্রতিবেদক জানান যে- ‘আরো একজন বয়স্ক গোঙ্গা/ বাক প্রতিবন্ধি ব্যক্তি চন্দনপুর গ্রামের উত্তর-পশ্চিম পাড়া জামে মসজিদে অবস্থান করছেন।’

খোঁজ-খবর নেয়ার পর সোমবার ওই বাক প্রতিবন্ধি ব্যক্তির মুখোমুখি হয়ে তার ছবি ক্যামেরা বন্দি করা হয়। বোঝার চেষ্টা করা হয় তিনি আসলেই বাক প্রতিবন্ধি বা বোবা কিনা। প্রায় ১৫ মিনিট ধরে আকারে ইঙ্গিতে কথা বলে বোঝা গেলো তিনি আসলেই বাক প্রতিবন্ধি বা বোবা, অর্থাৎ তার কথার ভাষা বোঝা যাচ্ছে না। অনেক চেষ্টায় শুধুমাত্র ‘আল্লাহ’ শব্দটি বোধগম্য হলো।

তার কাছে পরিচয়পত্র বা অন্য কিছুই পাওয়া যায়নি, শুধুমাত্র পরিধেয় বস্ত্র ছাড়া। লোকটির বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছরের মতো হবে।
স্থানীয়রা জানান- সপ্তাহ দুয়েক আগে মসজিদে এসে নামাজ পড়ে শুয়ে ছিলেন তিনি। পরে কোথাও না যাওয়ায় ও তার কথা কেউ বুঝতে না পারায় স্থানীয় বাসিন্দারা তাকে খাদ্য খাবার দেন। সেই থেকে মসজিদের পাশের বাড়ির লোকেরা তাকে ভাত খেতে দিচ্ছেন।
স্থানীয়দের ধারণা- হয়তো ভারত থেকে পুশব্যাক করে ওই ব্যক্তিকে বাংলাদেশে ঢুকিয়ে দেয়া হয়ে থাকতে পারে। রোহিঙ্গা কিনা তা স্পষ্ট নয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বয়স্ক ওই ব্যক্তি চন্দনপুরের উত্তর-পশ্চিম পাড়া জামে মসজিদে অবস্থান করছেন।

আগের নিউজের ফলশ্রুতিতে যেমন সেই ব্যক্তিকে খুঁজে পেয়েছিলেন তারা স্বজনরা তেমনি এই নিউজ কিংবা পাঠকদের সহযোগিতা হয়তো এই ব্যক্তিকেও তার স্বজনদের কাছে ফিরে যেতে সহায়ক হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা