মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় অাইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় লাঙ্গলঝাড়া চ্যাম্পিয়ন

কলারোয়ায় অাইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় উপজেলার মধ্যে লাঙ্গলঝাড়া ইউনিয়ন প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে যাওয়ার অংশ নেয়ার সুযোগ পয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ।

উপজেলার ১২টি ইউনিয়নের অনুর্ধ ২১ বছরের খেলোয়াররা ১২টি ইউনিয়ন ভিত্তিক দলের হয়ে প্রথম অাইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয়।

উদ্বোধনী খেলায় লাঙ্গলঝাড়া ও কেরালকাতা ইউনিয়নের দল অংশ নেয়।

আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় লাঙ্গলঝাড়া ইউনিয়ন দল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

প্রতিযোগিতায় রেফারীর দায়িত্বে ছিলেন- মাসুদ পারভেজ মিলন ও মিয়া ফারুক হোসেন স্বপন।

যুব কাবাডি প্রতিযোগিতার আয়োজন করেছে কলারোয়া থানা পুলিশ প্রশাসন। বিপুল সংখ্যক দর্শক কোর্টের চারধারে বসে ও দাড়িয়ে খেলা উপভোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ও খেলাটি উপভোগ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, ৬নং সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম মনি, ৮নং কেরালকাতা ইউপি চেয়ারম্যান অালহাজ্ব অাব্দুল হামিদ সরদার, ৪নং লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ৫নং কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান অাফজাল হোসেন হাবিল, ৭নং চন্দনপুর

খেলা শুরুর প্রাক্কালে একটি দল।

ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ৯নং হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কলারোয়া পৌরসভা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার অালী, কলারোয়া থানার এএসঅাই গোপাল চন্দ্র বৈদ্য, এএসঅাই শাহিনুর রহমান, শার্শা উপজেলার কায়বা গ্রামের সমাজসেবক অাব্দুল্লাহ সরদার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক হারুন অর রশিদ।

এ বিষয়ে কলারোয়া থানার ওসি বিপ্লব দেব নাথ জানান- ‘ইউনিয়ন ভিত্তিক দলের খেলা গুলো সোনাবাড়িয়া মাঠেই অনুষ্ঠিত হবে। মাদকমুক্ত ও অনৈতিকতা থেকে দূরে রাখতে যুব সমাজকে ক্রীড়ামুখি করার লক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে।’

খেলা উপভোগ করছেন আয়োজক কলারোয়া থানার ওসি বিপ্লব দেব নাথ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!