রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার ৬জনসহ সাতক্ষীরার ৩৯ব্যবসায়ীর ব্যাংক হিসাব তদন্তে বাংলাদেশ ব্যাংক

কলারোয়ার ৬জনসহ সাতক্ষীরার ৩৯জন ব্যবসায়ীর ব্যাংক হিসাব তদন্তে নেমেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকিং লেনদেন অস্বাভাবিক এবং সন্দেহজনক হওয়ায় এ তদন্তে নেমেছেন কেন্দ্রীয় ব্যাংক।
গত সোমবার থেকে অর্থমন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাশিরুল আলমের নেতৃতে তিন সদস্যের একটি টিম জেলার তালিকাভুক্ত ওই সব ব্যবসায়ীর ব্যাংক হিসাব তদন্ত শুরু করেছেন।
টিমের অন্য দুই সদস্য হলেন- বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক গাজী মনিরুদ্দিন ও সালেহ উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়- বাংলাদেশ ব্যাংক থেকে সাতক্ষীরার বিভিন্ন ব্যাংকে পাঠানো তালিকাভুক্ত ৩৯ ব্যবসায়ীর মধ্যে রয়েছেন- সাতক্ষীরার জেলা শহরসহ বিভিন্ন উপজেলার জুয়েলার্স মালিক, ভোমরার একাধিক সিঅ্যান্ডএফ ব্যবসায়ী, কয়েকজন গরু ব্যবসায়ী ও চিহ্নিত চোরাকারবারী, কয়েকজন বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান ও একজন জেলা পরিষদ সদস্য।

তদন্ত শুরু হয়েছে যেসব ব্যবসায়ীর ব্যাংক হিসাব তারা হলেন- কলারোয়া উপজেলার বলিয়ানপুরের জালালউদ্দিন গাজী, চন্দনপুরের গরু ব্যবসায়ী নাসির উদ্দীন, কলারোয়া বাজারের সন্ধ্যা জুয়েলার্সের স্বত্বাধিকারী হরেন্দ্র নাথ রায়, আধুনিক জুয়েলার্সের স্বত্বাধিকারী গোপাল চন্দ্র দে, গাড়াখালী-কাকডাঙ্গার গরু ব্যবসায়ী ইউপি সদস্য ইয়ার আলী ও সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম।

সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, বৈকারীর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে, ভোমরার ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, জনপ্রিয় জুয়েলার্সের স্বত্বাধিকারী সুমন কর্মকার ও বাবু কর্মকার, বৈকারীর রাশেদুল ইসলাম, পদ্মশাখরার লিয়াকত হোসেন, ঘোনার হাবিবুর রহমান, জেলা শহরের খান মার্কেটের অংকন জুয়েলার্সের স্বত্বাধিকারী গৌর দত্ত, অমিত জুয়েলার্সের স্বত্বাধিকারী জয়দেব দত্ত, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, শ্রী জুয়েলার্সের স্বত্বাধিকারী দীনবন্ধু মিত্র, ঝাউডাঙ্গার এমভি জুয়েলার্সের স্বত্বাধিকারী মুকুন্দ ভারতী, ঝাউডাঙ্গার সাগর জুয়েলার্সের স্বত্বাধিকারী রবিন্দ্র নাথ দে, সাতক্ষীরা জেলা শহরের রয়েল স্যানেটারির স্বত্বাধিকারী নজরুল ইসলাম, ভোমরার এএস ট্রেডার্সের স্বত্বাধিকারী আজিজুল ইসলাম, বাঁকালের ফিরোজ ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফিরোজ হোসেন, বাঁকালের কে হাসান ট্রেডার্সের স্বত্বাধিকারী খালিদ কামাল, ভোমরার মামা-ভাগ্নে ভান্ডারের স্বত্বাধিকারী আজহারুল ইসলাম, মেসার্স কাজী ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাজী নওশাদ দিলওয়ার রাজু, মেসার্স সুলতান ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসরাইল গাজী, মেসার্স সাব্বির ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহানুর ইসলাম শাহিন, মেসার্স নাজিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম ফারুক বাবু (দেবহাটার পারুলিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান), মেসার্স রিজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু মুসা এবং মেসার্স রোহিত ট্রেডার্সের স্বত্বাধিকারী রাম প্রসাদ।

শ্যামনগর উপজেলার নকীপুরের বিশ্বজিৎ মন্ডল, আশাশুনি উপজেলার নিউ দে জুয়েলার্সের স্বত্বাধিকারী দেব কুমার দে, তালা উপজেলার কুমিরার আদিত্য মজুমদার, ব্রাদার্স জুয়েলার্সের স্বত্বাধিকারী আশুতোষ দে, তালার দীপা জুয়েলার্সের স্বত্বাধিকারী গণেশ চন্দ্র শীল, তালার নিউ জুয়েলার্সের স্বত্বাধিকারী বাসুদেব দত্ত।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা