রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার বোয়ালিয়া মহিলা মাদ্রাসায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসায় দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা, নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দূর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০ টায় মাদ্রাসা হল রুমে অত্যন্ত আড়ম্বর পূর্ণ পরিবেশে দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যেগে দূর্নীতি বিরোধী ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি প্রভাষক জেএম ফরিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা রবিউল হক, সহ-সুপার মাওলানা আলতাফ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য ডা.আমজাদ হোসেন, হাফেজ নেছার আলী, মাদ্রাসা পরিচালনা পরিষদের বিদ্যুতসাহী সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, আলহ্বাজ আমজাদ হোসেন, আজাদ গাজী,মাদ্রাসার শিক্ষক মাওলানা ফজলুল হক, সাংবাদিক শফিকুর রহমান, বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমান প্রমুখ।

এ সময় প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধে সরকার ও প্রশাসনের ভুমিকা বিষয়ে তথ্যবহুল বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মাওলানা রবিউল হক তার বক্তব্যে বলেন- সরকার ও প্রশাসনের সমন্বিত সহযোগিতায় পারে দূর্নীতি মুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে।
তিনি আরো বলেন- কারো একার পক্ষে দূর্নীতির কালো থাবা থেকে এ দেশকে মুক্ত করা সম্ভব নয় ।এজন্য সকলকে এগিয়ে আসতে হবে।

জানা গেছে, কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত সকল বোর্ড পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফলের মাধ্যমে উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের সফলতা বজায় রেখে আসছে। সম্প্রতি এই প্রতিষ্ঠান থেকে পিইসি (প্রাথমিক)পরীক্ষায় ২জন ট্যালেন্টপুল সহ মোট ৭ জন শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হয়েছে।
২০১৮ সালের জেডিসি পরীক্ষায় ২ জন ছাত্রী বৃত্তি প্রাপ্ত হয়েছে। এমনকি ২০১৯ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ২ জন জিপিএ ৫.০০ সহ ১৭ জন এ গ্রেড নিয়ে শতভাগ পাস সহ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মনোনীত হয়েছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা