শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার বিভিন্ন বাজারে যত্রতত্র গ্যাস সিলিন্ডার ব্যবসা, দুর্ঘটনার আশংকা

কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছোট খাটো সকল বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যত্রতত্র গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয় হচ্ছে। আর এতে যেকোন সময় দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।

জানা গেছে- যত্রতত্র এলপি গ্যাস সিলিন্ডারের খুচরা ব্যবসা হচ্ছে গ্রামাঞ্চলের বিভিন্ন হাটবাজারের ছোট-বড় দোকানগুলোতে। গ্যাস বিকিকিনির কোন নিয়মনীতির তোয়াক্কা করা হচ্ছে না এসব ক্ষেত্রে। নেই কোন সুরক্ষিত ব্যবস্থাও। অনেক গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের নেই কোন ট্রেড লাইসেন্স। আবার কেউ কেউ কোনরকম ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিয়ে এ ব্যবসা করে যাচ্ছেন। গ্যাস সিলিন্ডার বিক্রেতা হিসেবে অনুমোদন না নিয়েই যত্রতত্র সিলিন্ডার ভর্তি গ্যাস বিকিকিনির ফলে ছোট-বড় দূর্ঘটনা ঘটেছে। নেই ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কিংবা বিষ্ফোরক অধিদপ্তরের অনুমোদন। এসকল ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক ব্যবস্থাও নেই।
কিছুদিন আগেও উপজেলার খোরদো বাজারসহ বিভিন্ন এলাকা সিলিন্ডার বিষ্ফোরণে কিংবা সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে দূর্ঘটনা ঘটেছে।

সরেজমিনে দেখা গেছে- মাছের খাবার দোকান, পান-সিগারেটের দোকান, মুদি, রড-সিমেন্ট, ইলেক্ট্রনিক্স বা ফ্লেক্সিলোডের দোকান, প্লাস্টিক মালামালের দোকান, টিভি ফ্রিজের শো-রুমসহ বিভিন্ন দোকানে যত্রতত্র এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। এমনকি খুচরা পেট্রোল-ডিজেল বিক্রির দোকানেও গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। মাঠ পর্যায়ের এই সব দোকানে ৮/১০টা থেকে শুরু করে শতাধিক পরিমাণ সিলিন্ডার থাকে। আর নছিমন-করিমন, আলমসাধু, মিনি ট্রাকসহ অন্যান যানবাহনে আনা নেয়ার ক্ষেত্রেও অত্যন্ত অসাধানতা লক্ষ্য করা যায়।
‘৮টির কম সিলিন্ডার থাকলে লাইসেন্সের প্রয়োজন হয় না’- এমন অজুহাত থাকলেও বাস্তবে দেখা যায় দোকানগুলোতে তার চেয়েও বেশি পরিমাণ সিলিন্ডার বিক্রয় হচ্ছে।

বাসাবাড়ি ও হোটেল-রেস্টুরেন্টে এখন হরাহামেশা গ্যাসের চুলায় রান্না-বান্নার কাজ চলছে। ফলে ভোক্তারা হাতের নাগালে গ্যাসের সিলিন্ডার পেয়ে খুশি। তবে থেকে যাচ্ছে সেই আশংকাও।

উপজেলার খোরদো বাজারের ব্যবসায়ী হবিবার রহমান হবি জানান- ‘বিষ্ফোরক অধিদপ্তরের লাইসেন্স তিন হাজার টাকা খরচ করে এই সল্প লাভের ব্যবসা করে যাচ্ছি। তবে ৭/৮ পিচ মজুদ রাখলে লাইসেন্স লাগে না বলে জানা যায়।’

সচেতন মহল মনে করছেন গ্যাস সিলিন্ডার যেমন প্রয়োজন তেমনি জীবনের নিরাপত্তাও প্রয়োজন। সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামন করেছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা