সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার দমদম ও হেলাতলা হাইস্কুল ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন

কলারোয়ার দমদম হাইস্কুল ও হেলাতলা আইডিয়াল হাইস্কুল ভবনের উর্দ্ধমুখি সম্প্রসারণের কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩০সেপ্টেম্বর) দুপুরে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ কাজ বাস্তবায়ন করছে।

দমদম হাইস্কুলের বিদ্যমান একতলা একাডেমিক ভবনের উর্দ্ধমুখি সম্প্রসারণ কাজের প্রকল্পে ৮০থেকে ৯০লাখ টাকা এবং হেলাতলা হাইস্কুল ভবনের ৩য় তলা উর্দ্ধমুখি সম্প্রসারণ কাজের প্রকল্পে ৫কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন দমদম হাইস্কুলকে ৫০হাজার টাকার অনুদান দিয়েছেন বলে জানা গেছে।

দমদম হাইস্কুলের অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি শেখ আব্দুল্যাহ সভাপতিত্ব ও শিক্ষক রফিকুল ইসলাম সঞ্চালনা করেন। আর হেলাতলা হাইস্কুলের অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সভাপতিত্ব ও শিক্ষক আজিজুল ইসলাম সঞ্চালনা করেন।

পৃথক দুই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা প্রকৌশলী শেখ আশিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলী, কলারোয়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, কাজিরহাট কলেজের অধ্যক্ষ এসএম শহিদুল আলম, দমদম হাইস্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক এসএম আব্দুর রহিম, হেলাতলা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলিম, কলারোয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, হেলাতলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ কবির উদ্দীন, হেলাতলা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলিম, কলারোয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, কাজিরহাট গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক শামছুর রহমান, ইসলামপুর মাদরাসার সুপার ইদ্রিস আলী, হেলাতলা ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম, আ.লীগ নেতা আনছার আলী, ইউপি সদস্য শেখ আসলাম হোসেন দুলাল, ইউপি সদস্য বিল্লাল হোসেন, ইউপি সদস্য আমিরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অন্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা