বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার চান্দুড়িয়ায় কৃতি শিক্ষার্থী ও গুনিজনদের সম্মাননা দিলো টিএমসি

কলারোয়ার চান্দুড়িয়ায় কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া কেসিজি হাইস্কুল চত্বরে এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান টিএমসি শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার সামগ্রি প্রদান করে সম্মাননা জানায়।
ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলের পিইসি, জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ওই সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ইউনিয়নের সেরা কয়েকজনকে টিএমসি পুরস্কারও প্রদান করা হয়।

জেএসসিতে ১৪জন, পিইসিতে ২২জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এদের মধ্যে প্রথম ৩জনকে বছরে ৫হাজার টাকা করে বৃত্তি প্রদানের ঘোষনা দেয়া হয় অনুষ্ঠানে। এছাড়া নিজেদের কর্মক্ষেত্রে সফল ও স্বার্থকতার জন্য ২জনকে কৃষি পদক, ২জনকে মহিলা উদ্যোক্তা পদক, ২জনকে ব্যবসায়ী পদক এবং আলহাজ্ব প্রফেসর আবু নসর, হাসান আজিজ আহম্মেদ, আকবর মোল্যা (মরনোত্তর)সহ ৮জনকে গুনিজন পদকে ভূষিত করা হয়। এছাড়াও পুরষ্কৃত করা হয় অন্যান্যদের।

সমবায় ভিত্তিক এনজিও টিএমসি’র দ্বাদশ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত ওই অনুষ্ঠানে চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর, প্রাক্তন ইউপি চেয়ারম্যান হাসান আজিজ আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবার হোসেন, সমবায় অফিসার নওশের আলী, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন ও উপজেলা জাতীয়পার্টির আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক মশিউর রহমান।

অনুষ্ঠানে চান্দুড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক এমএ ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, টিএমসি’র সভাপতি তাজুর রহমান তুষার, সাধারণ সম্পাদক রহমত আলীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ স্থানীয় সুধিজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানুটি যৌথভাবে সঞ্চালনা করেন মাস্টার এম ইলিয়াছ আলী ও আমজাদ হোসেন।

এদিকে, এর আগে যৌতুক বিরোধী গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালী বের হয়।

 

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা