বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার খোরদো বাজার থেকে যশোর শুরু হয়েছে যানচলাচল

কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ানের খোরদো বাজার ব্রিজের মুখ থেকে দুর দুরান্ত পথ চলা লাঘবে শুরু হয়েছে যশোরে যানবাহন বাস চলাচল।

দীর্ঘদিনের সেই অপেক্ষায়ময় মানুষ যেনো মনের আনন্দে যেতে পারছে তাদের নির্দিষ্ট গন্তব্য খোরদো বাজার থেকে যশোরসহ উদ্দেশ্যমূলক বিভিন্ন্য যায়গায়।
সেই সাথে চলছে খোরদো বাজার থেকে কলারোয়া এবং খোরদো বাজার ভায়া রাজগঞ্জ মনিরাম যশোর রুটে মটর সাইকেল, ট্রাক, বাস, মিনিবাস, ট্রলি, ইন্জিনভ্যান, নছিমন, মাইক্রো, প্রাইভেট এবং বিভিন্ন্য যানবাহন।কিন্তূ চলমান কিছু সমস্যা থাকায় ভোগান্তিও পোহাচ্ছে সাধারণ মানুষ এবং যানবাহন চালকেরা।

দেয়াড়া ইউনিয়ানের খোরদো বাজার ব্যবসায়ী মহল ও যানবাহন চালকেরা রোডক্রসিং বৈদ্যুতিক তারের জীবন নাশক ভয়াবহ হুমকির মুখে পড়েছে বলেও যানা যায়। এবং তারা বলেন-বাজারের বিভিন্ন্য টার্নিং মোড় চিপা এবং আকারে ছোট থাকায় ভারি যানবাহন – ট্রাক, বাস, মিনিবাস, ট্রলি, ইন্জিনভ্যান, নছিমন মাইক্রো, প্রাইভেট এবং ছোট বড় উঁচু ও নিচুঁ যানবাহনের চলাচলকে ব্যহত করছে। দিনে ও রাতে চলাচলে দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন যানবাহন চালকেরা ও স্থানীয় চতুর্পাশের ব্যবসায়ী এবং চলতি পথিক। সেই সাথে কোটি টাকা ব্যয়ে নির্মিত খোরদো চাকলা ব্রিজের মান খুন্ন্য হচ্ছে। খুন্ন্য করছে খোরদো বাজারসহ ব্রিজের মুখের রোডক্রসিং জীবন নাশক বৈদ্যুতিক তার। যেটা দিনে ও গভীর রাতেও ভারি উঁচু যানবাহন চলাচলকে ব্যহত করছে। খতিগ্রস্থ হয়ে মাসুল গুনতে হচ্ছে দিনের পর দিন যানবাহনে ছেড়ে দেওয়া মিটারসহ তারের মিটার মালিক ব্যবসায়ীদের। সেই সাথে কম্পিত থাকতে হয় শর্টছার্কিটের ভয়ে মিটার মালিকসহ সাধারণ পথিক ও চালকদের।

বিশেষ করে খোরদো ব্রিজ নির্মাণের পর দুরবর্তি যোগাযোগ সহজতর হয় বটে, কিন্তূ ব্রিজটি নির্মাণের পরে উঁচু হয়েছে পুরাতন রাস্তা ছাড়া চার থেকে পাঁচ ফুট। যার কারণে ব্রিজ সংলগ্ন সকল ব্যবসা প্রতিষ্ঠানসহ বৈদ্যুতিক খুটি নিচুঁ হয়েছে। এবং সেই বৈদ্যুতিক খুটি থেকে মিটারের তার নিচুঁ অবস্থায় রোডক্রসিং করার কারণে চলতি যানবাহন একাধিকবার মিটারসহ বৈদ্যুতিক তার ছিঁড়ে লাইনচ্যুত করে খোলা রাস্তায় ফেলে রেখে যায় দিনে বা গভীর রাতেও।
যেটা খুবই বিপজ্জনক এবং আশংকাজনক অবস্থায় থাকতে হয় ব্যবসায়ী মহলসহ চলতি পথিক ও যানবাহন চালকদের। জানা যায় বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ার কারণে যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় খোরদো ব্যবসায়ী মিটার মালিকেরা তেমনি আতংকিত শর্ট সার্কিটের ভয়ে যানবাহন চালক ও চলতি পথিক। দীর্ঘদিন এই প্রান নাশক বৈদ্যুতিক তার রোডক্রসিং থাকা এবং বিভিন্ন্য টার্নিং মোড় চিপা থাকায় যানজটের কারণে দিনের পর দিন ধরে ব্যবসায়ী মিটার মালিক ও দুর্বতি যানবাহন যোগাযোগের চলাচলকে বিঘ্নিত করছে বলে যানা যায়। সেই সাথে আতংকিত স্থানীয় দোকানদারসহ স্থায়ী অস্থায়ী বসবাসরত জনগণ, এবং চলতি পথিক শার্ট সার্কিটের ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন।
অতিশয় দুঃখের সাথে প্রকাশ করেন ভুক্তভোগী জনগন যে টার্নিং মোড় চিপা থাকায় চলতি যানবাহন চলাচলে কয়েকটি জায়গায় মারাত্মক একসিডেন্টের হাত থেকে রেহাই পেলেও আশঙ্কা রয়ে যায়, তবুও স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের আখের গোছাতে ব্যস্ত এমনকি তিনারা রাজনীতিকে জনসেবামুলক কার্যক্রম সেটা যেনো মাথা থেকে ঝেড়ে ফেলে ব্যবসায়ীক মানুষিকতার ভাব পরিলক্ষিত রাজনীতিকে পরিণত করেছে! কিন্তূ জনকল্যাণ মুলক এসকল কাজের দিকে কোনো নজর নেই।

তাই অতিদ্রুত উপরিদায়িত়্ব্যরত কর্মকর্তা কর্তৃপক্ষসহ সরোজমিনে তদন্ত করে এসকল সমস্যা সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছেন দেয়াড়া ইউনিয়ানের খোরদো বাজারসহ সকল ভুক্তভোগী জনগণ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা