মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার খোরদো-দেয়াড়া সড়ক যেন মরণফাঁদ

কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজার থেকে দেয়াড়া বাজার ত্রিমোহীনি ঘাট সড়কের খোরদো বাওড়ের স্লুইস গেট এলাকার রাস্তাট মরণফাঁদে পরিণত হয়েছে।
দেশ যখন উন্নয়নের মহাসড়কে ওঠার প্রতিযোগিতায় ব্যস্ত, চলছে চারদিকে উন্নয়নমুখী পদক্ষেপ, সেখানে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার কলারোয়া উপজেলার গ্রামীণ গুরুত্বপূর্ণ সড়কগুলোর খানাখন্দের কারণে পরিণত হয়েছে মরণফাঁদে। সামান্য বৃষ্টিতে এসব সড়কের একাধিক স্থানে গভীর গর্ত সৃষ্টি হচ্ছে, রাস্তাটি যানবাহন চলাচলে অত্যন্ত সংকীর্ণ চিপা আকৃতি এবং সেই খানাখন্দের চিপা রাস্তার একেবারে পাশ ঘেসে দেওয়া হয়েছে বাওড় ও কপোতাক্ষের পানি রোধক মাটির ডিব্বা! যার কারণে যানবাহন বা অন্যান্য ইন্জিন চালিত যানগুলো চলাচলে অনেকটাই ঝুঁকিতে থাকে। যারই কারণে প্রতিদিন ঘটছে একাধিক দুর্ঘটনাও।

দেয়াড়া ইউনিয়নের খোরদো এবং পাকুড়িয়া মধ্যবর্তী স্থানে অবস্থিত খোরদো দলুইপুর বাওড়স্থ স্লুইস গেটের সামনে রাস্তাটি দীর্ঘ বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। ফলে সেখানে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে ছোট বড় নানান দুর্ঘটনা। খোরদো বাজার থেকে দেয়াড়া কাশিয়াডাংগা ত্রিমোহীনি ঘাট এবং সেখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিয়ন এবং যশোরের কেশবপুর উপজেলা ও মণিরামপুর উপজেলার সঙ্গে দ্রুত সময়ে যোগাযোগের মাধ্যম হচ্ছে সবচেয়ে ব্যস্ততম খোরদো বাজার থেকে ত্রিমোহীনি ঘাট এলাকার ৪-৫ কিলোমিটার এ সড়কটি। কাজিরহাট বাজার থেকে দেয়াড়ার খোরদো বাজার ভায়া কাশিয়াডাংগা ত্রিমোহীনি ঘাট মাইলফলকে ওই সড়ক ১৫/১৬ কিলোমিটার সহজ এবং ব্যস্ততম।
চলতি বর্ষা মৌসুমে খানাখন্দে ভরা এ সড়ক দিয়ে চরম ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ ও যান চলাচল করছে। সড়কের খোরদোর কিছু অংশ, পাকুড়িয়া স্লুইস গেটের কিছু অংশ, খোরদো বাওড়স্থ ও কপোতাক্ষ নদীর মধ্যবর্তী এলাকায় একাধিক গর্ত সৃষ্টি হয়েছে।

এমনকি রাস্তা অনেক নিচুঁ অবস্থায় অবস্থান করাতে কপোতাক্ষ নদ এবং খোরদো দলুইপুর বাওড়ের পানি উপছে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ছোট খাটো ঘের মালিকেরা। খোরদো বাজার থেকে কিছু দুরে অবস্থানরত পাকুড়িয়া স্লুইস গেট এলাকায় পাকা সড়কের পিচ ও ইট উঠে গর্ত সৃষ্টি হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে অবহেলা ও নজরহীন এ সড়কের কোনোই সংস্কার করা হয়নি।

দেয়াড়া ইউনিয়ানের খোরদো বাজার ও পাকুড়িয়ার একাধিক লোক জানান- কলারোয়া উপজেলা ও কাজিরহাট সড়ক থেকে দেয়াড়ার খোরদো পাকুড়িয়া কাশিয়াডাংগা ত্রিমোহীনি ঘাট দিয়ে কেশবপুর ও মণিরামপুর যশোরের সঙ্গে দ্রুত যোগাযোগের অন্যতম মাধ্যম হওয়ায় সড়কটি দিয়ে প্রতিদিন ট্রাক, মাইক্রোবাস, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যাত্রীবাহী যান যাতায়াত করে ত্রিমোহীনি ঘাট পর্যন্ত। সেখান থেকে ঘাট পাড়ি দিয়ে পৌঁছে যাচ্ছে যশোর-কেশবপুর।
এছাড়া এই এলাকায় একটি কলেজ, কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় থাকায় এসব প্রতিষ্ঠানের শিক্ষকসহ হাজার হাজার শিক্ষার্থীকে প্রতিনিয়ত এই সড়কটি ব্যবহার করতে হয়। কিন্তু সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে জানান জনসাধারণ।

কলারোয়া উপজেলা দেয়াড়া ইউনিয়নের ইউপি সদস্য আলমগীর হোসেনকে এ বিষয়ে জানান- অনেক আগেই এই রাস্তার সংস্কারের জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছিল কিন্তূ ফলপ্রসূ কোনো ব্যবস্থা এখনো নেয়া হয়নি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা