শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার কয়লা হাইস্কুলে বার্ষিক পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণি উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার বিকেলে কয়লা হাইস্কুল চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (কলারোয়া ও তালা) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।

এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক স্কুলকে জাতীয়করণ করেছেন। কয়লা মাধ্যমিক বিদ্যালয়কে ৪ তলা ভবন নির্মান করা হবে।
সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের দিক তুলে ধরে তিনি বলেন, আগামি জুন মাসে উপজেলার ২৬টি স্কুলকে তিনি সংস্কার করার ব্যবস্থা করে দেবেন। বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়নের জন্য সরকার ২১কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ দিয়েছে সেটা টেন্ডারের প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুতের আলো পৌছায়ে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহসড়কে উন্নীত ঠিক তখন ৭১’র পরাজিত শক্তির দোসররা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশের উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্থ করতে জামায়াত জঙ্গিবাদকে প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে উস্কানি দিয়ে চলেছে।

জঙ্গিবাদ রোধে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ সামাজিক আন্দোলন জোরদার করার জন্য সকলকে আহবান জানান এমপি মুস্তফা লুৎফুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন।

হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

স্থানীয় কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

স্কুলের প্রধান শিক্ষক ও কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান বুলবুল অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও তত্বাবধায়ন করেন।

কয়লা হাইস্কুলের সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে কয়লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জিএম জাহাঙ্গীর হোসেন, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, প্রধান শিক্ষক রুহুল আমিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইলিয়াস হোসাইন, যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল খান জর্জ, ইউপি সদস্য আব্দুল আহাদ, জাহাঙ্গীর হোসেন, আলী মুনছুর, নজরুল ইসলাম, রজব উদ্দিন, সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষিকা সেলিনা খাতুন, থানার এস.আই অমিত কুমার, শিক্ষক বাকী বিল্লাহ শাহী, প্রদীপ পাল, কামরুজ্জামান, ওহিদুজ্জামান, রিক্তা খাতুন, আফরোজা খাতুন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমদাদ হক, সাইদুর রহমান, আল আমিন, শামিম হোসেনসহ ছাত্র/ছাত্রী, অবিভাবকরা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন

আলোচনা সভা শেষে প্রধান অতিথি এড. মুস্তফা লুুৎফুল্লাহ এমপিকে হাইস্কুলের পক্ষ থেকে মানপত্র ও অতিথিদের উপহার সামগ্রীক প্রদান করা হয়।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা