শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

জীবনের বিনিময়ে জীবন!

কলারোয়ায় স্ত্রী হত্যার দু’দিন পর স্ত্রীর কবরে গিয়ে স্বামীর আত্মহত্যা

সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রীকে হত্যার পর অনুশোচনায় স্বামী আত্মহত্যা করেছে।

শুক্রবার রাত ৯টার দিকে স্ত্রীর কবরে গিয়ে বিষপান করে স্বামী মনিরুল ইসলাম (৩০)। স্ত্রীর কবরের পাশ থেকে আশংকাজনক অবস্থায় আটকের পর পুলিশি হেফাজতে কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে সে মারা যায়।

কলারোয়া হাসপাতালের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

কলারোয়া থানার ওসি বিপ্লব দেব নাথ বিষয়টি নিশ্চিত করে জানান- স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত আত্মহননকারী স্বামী মনিরুলের লাশ ময়নাতদনতের জন্য শনিবার সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে তহমিনার কবরের ধারে গিয়ে বিষপান করে মনিরুলকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খোরদো পুলিশ ক্যাম্পে খবর দেয়। সেখানকার ইনচার্জ এস.আই. হাসানুজ্জামান আশংকাজনক অবস্থায় মনিরুলকে আটক করে কলারোয়া হাসপাতালে ভর্তি করেন। পুলিশ প্রহরায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে মনিরুলের মৃত্যু হয়।

গত বুধবার রাতে শ্বশুরালয় উপজেলার দেয়াড়া গ্রামের সানাপাড়ায় স্বস্ত্রীক বেড়াতে গিয়ে স্ত্রী তহমিনা খাতুন (২০)কে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় স্বামী মনিরুল ইসলাম। তহমিনা খাতুন দেয়াড়া গ্রামের ইমান আলী সরদারের কন্যা। আর মনিরুল ইসলাম যশোর জেলার ঝিকরগাছা উপজেলার রাজবাড়ি গ্রামের রবিউল ইসলামের পুত্র।

স্থানীয় সূত্র জানায়- বছর দেড়েকে আগে বিয়ে হয় মনিরুল আর তহমিনার। সুখেই চলছিল তাদের সংসার। এরই মাঝে নিজ ছোট ভাইয়ের সাথে স্ত্রীর পরকিয়ার সন্দেহ আর কথিত যৌতুকের কারণে সংসারে দাম্পত্য কলহের সৃষ্টি হয় স্বামী-স্ত্রীর মাঝে। প্রাথমিক ভাবে এমনই ধারণা ও অভিমত পোষণ করতে শোনা গেলো স্থানীয় কয়েকজনের কাছ থেকে।

গত ৩১মে বুধবার স্ত্রী তহমিনাকে নিয়ে শ্বশুরবাড়ি দেয়াড়ার সানাপাড়ায় বেড়াতে যায় মনিরুল। ওইদিন রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ে। পরদিন বৃহষ্পতিবার সকালে ঘরের মধ্যে তহমিনাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তার স্বজনরা। সেসময় সেখানে তহমিনার স্বামী মনিরুল ছিলেন না। ধারণা করা হয় শ্বাসরোধ করে হত্যার পর রাতের আধারে মনিরুল পালিয়ে যায়।

ওই ঘটনার দু’দিন পর অনুশোচনায় দগ্ধ হয়ে প্রিয়তমা স্ত্রীর কবরের পাশে গিয়ে আত্মহত্যা করে ঘাতক স্বামী মনিরুল ইসলাম।

কলারোয়ায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা