বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

এরশাদের সামনেই বক্তব্যে বাধা দেয়ায় অপমানিত রওশন

জাতীয় পার্টির যৌথ সভায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সামনেই হট্টগোল করে দলের কো-চেয়ারম্যান রওশন এরশাদের বক্তব্যে বাধা দিলেন নেতাকর্মীরা। এতে অপমান বোধ করেছেন রওশন এরশাদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি ও উপজেলা কমিটির যৌথ সভায় রওশন এরশাদের বক্তব্য দেয়ার সময় এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া যৌথ সভায় দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বক্তব্য রাখেন। সে সময় রওশন এরশাদ সভা কক্ষে উপস্থিত ছিলেন না। এরপর দুপুর ১টার দিকে রওশন এরশাদ সভায় যোগ দেন এবং এরশাদের পাশের চেয়ারে বসেন।

পরবর্তীতে রওশন এরশাদ মঞ্চে বক্তব্য দেয়া শুরু করেন। এক পর্যায়ে রওশন এরশাদ তার বক্তব্যে রংপুরের নির্বাচন নিয়ে আলোচনা করেন এবং বলেন, কেন প্রার্থীকে বসিয়ে দেয়া হলো। তিনি বলেন, সিদ্ধান্ত নেয়ার পর অটল থাকতে হবে। তা না হলে পার্টিতে দ্বন্দ্ব দেখা দেবে।

এরপর তিনি বলেন, ‘আমাদের অনেক সমস্যা আছে কেউ তা শুনতে চায় না’। এমন কথা উচ্চারণ করার সাথে সাথে হল রুমের মধ্যে উচ্চস্বরে ‘হই হই হই’ করে ওঠেন ছাত্র সমাজ ও যুব সংহতির নেতাকর্মীরা।

অল্প সময় নিজের বক্তব্য বন্ধ রাখেন রওশন এরশাদ। এ সময় মঞ্চ থেকে অনেকেই হাত দিয়ে ইশারা করে সবাইকে শান্ত হতে বলেন।

এর কিছু সময় পরেই রওশন এরশাদ বলেন, ‘যুব সংহতি ও ছাত্র সমাজের কি সমস্যা। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলেন। আমার বাসায় আসেন, সংসদে আমার সাথে দেখা করেন। এভাবে আচরণ করলে দলের ক্ষতি হবে। আপনারা আগামী দিনে এই পার্টির নেতৃত্ব দিবেন, আমাদের সময় শেষ। এভাবে করবেন না। শান্ত হন আপনারা। যে ধরনের সমস্যা আছে আমাকে জানান। আমি সবার কথা শুনব।’

এ সময় দলের নেতাকর্মীদের শান্ত করার জন্য রওশন এরশাদ কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কবিতা আবৃত্তি করেন কর্মীদের উদ্দেশ্যে।

রওশন এরশাদ কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘৪টি জাতীয় নির্বাচনের ৩টি আমি একা দায়িত্ব নিয়ে করেছি। তোমাদের স্যার সে সময় জেলে ছিলেন। অনেক হামলা, ককটেলের সম্মুখীন আমি হয়েছি। এসব ইতিহাস তোমাদের জানতে হবে। উত্তেজিত হবে না। আমার সাথে কথা বলো। তোমাদের সমস্যার সমাধান করব।’

এ সময় আরো বক্তব্য রাখেন দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টোপা, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে