রবিবার, নভেম্বর ১০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

এমপিওভূক্ত না হওয়ায় কলারোয়ায় ডিগ্রি শিক্ষকরা যাতাকলে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের মতো সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন ডিগ্রি কলেজে বিষয়ভিত্তিক নিয়োগপ্রাপ্ত কলেজশিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। বেসরকারি কলেজে চাকরি নিয়ে সরকারের এমপিও সুবিধা থেকে বঞ্চিত এসব শিক্ষক পড়েছেন বিপাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলছে যে নীতি, তার বিপরীত নীতিতে চলছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দ্বৈত এ নীতির জালে বন্দি কলারোয়ার ৬টি কলেজের প্রায় অর্ধ শত শিক্ষক ও অর্ধ শত কর্মকর্তা-কর্মচারী। শুধু মানবেতর জীবনযাপন-ই নয়, জীবনযুদ্ধের যাতাকলে পিষ্ট হচ্ছেন তারা।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ডিগ্রি পর্যায়ে পাঠদান করা প্রতিটি বিষয়ে তিনজন করে শিক্ষক নিয়োগ দেয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে উচ্চমাধ্যমিক স্তরে নিয়োগ পাওয়া শিক্ষক পদাধিকারবলে ওই প্রতিষ্ঠানটির বিষয়ভিত্তিক প্রথম শিক্ষক। এর পর ডিগ্রি পর্যায়ে নিয়োগ পাওয়া ২জন শিক্ষক। সহজ করে বলতে গেলে এমপিওভূক্ত উচ্চমাধ্যমিক পর্যায়ের নিয়োগকৃত বিষয়ভিত্তিক শিক্ষকের পর ডিগ্রি স্তরে নিয়োগ পাওয়া ১ম শিক্ষক (টোটাল ২য় শিক্ষক) এমপিওভূক্ত হওয়ার কথা থাকলেও সেই শিক্ষকও বেতন ভাতা পাচ্ছেন না। আর যথারীতি এর বাইরে থাকছেন কলেজের ৩য় শিক্ষক বা ডিগ্রিতে নিয়োগ পাওয়া ২য় শিক্ষক।
বেসরকারি কলেজগুলোয় তাদের ডিগ্রি কোর্স পরিচালনায় প্রতি বিষয়ে দুটি পদ থেকে তৃতীয় পদেও নিয়োগ নেয়া হয় শিক্ষক। সরকারের এমপিও নীতিমালা অনুযায়ী এই স্তরে প্রতি বিষয়ে দু’জন করে শিক্ষক (উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগ পাওয়া ও ডিগ্রি স্তরে নিয়োগ পাওয়া ১মজন) এমপিওভুক্ত হবেন। তবে সেক্ষেত্রেও কলারোয়া উপজেলা ৬টি কলেজের ডিগ্রি স্তরে নিয়োগ পাওয়া শিক্ষকরা আজো এমপিওভূক্ত হতে পারেন নি।
আবার নীতিমালার ক্ষেত্রেও রয়েছে শুভংকরের ফাঁকি। সর্বশেষ নীতিমালার সময় ডিগ্রির কোর্স ছিলো ২বছরের। ডিগ্রির ১ম ও ২য় বর্ষ পড়াশুনা করে ২বছরের মাথায় গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাইনাল পরীক্ষায় অংশ নিতো শিক্ষার্থীরা। আর গত ৪/৫বছর ধরে সেই নিয়ম পাল্টে গিয়ে ডিগ্রির কোর্স হয়েছে ৩বছরের। আর প্রতি বছরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্ষ ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে পাশ-ফেলের বিষয়টি জড়িত।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলারোয়া উপজেলা সদরের বঙ্গবন্ধু মহিলা কলেজ, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ, সোনাবাড়িয়া সোনারবাংলা কলেজ, কাজিরহাট কলেজ, ছলিমপুর হাজি নাছিরউদ্দীন কলেজ ও ধানদিয়া বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের ডিগ্রি পর্যায়ের প্রায় অর্ধশত শিক্ষকরা ডিগ্রি স্তরের শিক্ষার্থীদের পাঠদান করছে। ওই সকল কলেজগুলোতে আবার অফিস সহকারী ও পিয়ন দিয়ে প্রায় অর্ধ শত কর্মচারী রয়েছে।
দীর্ঘদিন বেতনভাতা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন ওই সকল শিক্ষক-কর্মচারীরা। তবে বরাবরই সংশ্লিষ্টরা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন ওই সকল শিক্ষকদের।

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী মুক্তিযোদ্ধাদের স্মরণে ও সম্মানে প্রতিষ্ঠিত উপজেলার একমাত্র কলেজ কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ডিগ্রি স্তরের ইংরেজি বিষয়ের শিক্ষক শেখ মো.আলকামুন জানান- ‘সরকারের এমপিও নীতিমালা অনুযায়ী ২জন এমপিওভূক্ত হওয়ার কথা থাকলেও বছরের পর ডিগ্রি পর্যায়ের ১ম শিক্ষকরাও এমপিও বঞ্চিত হচ্ছেন। বরাদ্দ না থাকা, দীর্ঘসূত্রিতা, আমলাতান্ত্রিক জটিলতা, মন্ত্রণালয়-অধিদপ্তরের চিঠি চালাচালি তো রয়েছেই। পাশাপাশি ডিগ্রিস্তরের শিক্ষকদের এমপিও করার ক্ষেত্রে এমপিওভূক্ত উচ্চমাধ্যমিক কলেজগুলোর স্তর পরিবর্তন বা কোড পরিবর্তন করা হয়ে থাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে। সেই কোড পরিবর্তন করার ক্ষেত্রেও রয়েছে চরম উদাসীনতা। বছরের পর বছর কোড পরিবর্তন না করা কিংবা উদ্যোগ না নেয়ায় মানবেতর জীবন যাপন করছেন ডিগ্রির শিক্ষকরা। অথচ ওই শিক্ষকদের পাঠদানে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন শেষ করে কর্মসংস্থানে যুক্ত হচ্ছেন। কিন্তু বেতন পাচ্ছেন না তাদেরই শিক্ষকরা।’

ডিগ্রি পদে নিয়োগপ্রাপ্ত সব শিক্ষককে এমপিওভুক্ত করতে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ডিগ্রি কোর্স পরিচালনাকারী বেসরকারি কলেজগুলোকে প্রতিটি বিষয়ে তিনজন করে শিক্ষক রাখার শর্ত দেয়া হয়েছে। এটি না হলে ঠিকমতো পাঠদান নিশ্চিত হবে না। এমপিওভুক্তির বিষয়টি সরকারের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নয়। তিনি বলেন, এসব শিক্ষককে এমপিও দেবে কিনা সরকার, সেটি দেখবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান- সরকার ডিগ্রি কলেজগুলোর প্রতি বিষয়ে দুজন শিক্ষককে এমপিও সুবিধা দিচ্ছে। তৃতীয় পদে যারা নিয়োগ নিয়েছেন, তারা এমপিও পাবেন বা পাবেন না এর কোনোটাই নিশ্চিত করে বলা যায় না। তবে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়লে তাদের বিষয়টিও সরকারের দৃষ্টিতে থাকবে। শিক্ষার বাজেটের অধিকাংশ অর্থই ব্যয় হয় শিক্ষকদের এমপিও খাতে।
তবে তিনি বঞ্চিত ডিগ্রি শিক্ষকদের এমপিওভূক্ত’র বিষয়টি সুনিশ্চিত করে জানাননি।

কলারোয়ার এমপিও বঞ্চিত ডিগ্রি শিক্ষক-কর্মচারীরা অবিলম্বে তাদের এমপিওভূক্ত করণের জন্য সংশ্লিষ্ট ঊচ্চ মহলের কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী