মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘এতিম’ হয়ে পড়েছে কলারোয়া-চান্দুড়িয়া সড়ক, কয়েকটি স্থানে ভয়াবহ বেহাল দশা

সাতক্ষীরার কলারোয়া-চান্দুড়িয়া সড়কটির বেহাল দশা যেন কাটছেই না। একদিকে সংস্কার করতে করতে আরেক দিকে ভেঙ্গেচুড়ে চলাচল অনুপযোগি হয়ে পড়েছে জনগুরুত্বপূর্ণ ওই সড়কটি।

উপজেলা সদর থেকে বিভিন্ন ইউনিয়নের সাথে যে সকল সড়ক রয়েছে তার মধ্যে সবচেয়ে ব্যস্ততম এবং মানুষ ও যানবাহন চলাচলের আধিক্য রয়েছে কলারোয়া থেকে চান্দুড়িয়ার ওই সড়কটি। কলারোয়া থানা মোড় এলাকা থেকে ১৮ কিলোমিটারের ওই সড়কটির বেহাল ও দূর্দশা দেখার মতো নেই। সড়কটির পৌরসভার আওতাধীন কিছু অংশ সম্প্রতি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তবে বাকি অংশ পড়ে রয়েছে আগের সেই ভঙ্গুর অবস্থায়। থানা মোড় থেকে হাসপাতাল পেরিয়ে বঙ্গবন্ধু মহিলা কলেজ পর্যন্ত পৌরসভাধীন সড়কটির অংশ সম্প্রতি সংস্কার করা শুরু হয়েছে। তবে ‘জামায়াত-শিবির অধ্যুষিত- কদমআলী মেস’ এলাকা ও লোহাকুড়ার প্রথম মোড় এলাকার পৌরসভাধীন অবশিষ্ট অংশ এখনো গভীর গর্তে পরিপূর্ণ।

রাস্তার ভাঙ্গা স্থানে আটকে পড়েছে একটি ট্রাক।

এর চেয়েও আরো ভয়াবহ অবস্থা কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এলাকায় এ সড়কের অংশে। সেখান রাস্তাটি শুধু ভেঙ্গে-ই যায়নি, বরং বড় ও গভীর গর্তে রীতিমত যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। শুক্রবার দুপুরের দিকে বালিবাহী একটি ট্রাক রাস্তার ওই গর্ত এলাকা পার হতে গিয়ে ট্রাকের পিছনের চাকার বডি ভেঙ্গে আটকে যায়। এসময় দুই পার্শ্বে অপেক্ষার প্রহর গোনে যানবাহনগুলো। সেখানকার অবস্থা এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে ছোটখাটো যানবাহনও ভাঙা স্থান দিয়ে আর পার হতে পারছে না। বাধ্য হয়ে পায়ে হেটে কোন রকম পার হতে হচ্ছে। সেখানে কিছু ইট দিয়ে সাময়িক সংকট কাটানোর ব্যবস্থা নেয়া হলেও কোন উপকার যেন হচ্ছে না। রাস্তার মাঝঝানে গভীর গর্তের পানিতে মাছ শিকার করার মতো অবস্থায় রূপ নিয়েছে।

সেখান থেকে পার হয়ে দমদম পর্যন্ত কয়েক স্থানে রাস্তার পিচ উঠে ভেঙ্গে গিয়েছে। আর একপাশের রাস্তা তো নিচু হয়ে গিয়েছিলো আরো অনেক আগেই।

দমদম পেরিয়ে গয়ড়াস্থ চন্দনপুর কলেজ মোড় এলাকা পর্যন্ত এ সড়কটির মাঝে মধ্যে ভাঙ্গাচুড়া তো আছেই, তবে বিক্রমপুর দো’পুলের পাশে রাস্তার অর্ধেক ভেঙ্গে তলিয়ে গিয়েছে পাশের বিলে। সেখানে কোনরকম ইট-খোয়া দিয়ে সাময়িক যানচলাচল করার ব্যবস্থা নেয়া হলেও রাস্তার মাঝখান থেকে ২ফুটের মতো উচুনিচুর কারণে ব্যহত হচ্ছে চলাচল।

চন্দনপুর কলেজ মোড় থেকে চান্দুড়িয়া পর্যন্ত অবশিষ্ট রাস্তাটি যেন ‘এতিম’ হয়ে পড়ে আছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগি হয়ে প্রতিনিয়ত আরো ভেঙ্গেচুড়ে যাচ্ছে সেখানে। পিচঢালা রাস্তার পিচ উঠে নিচের ইট-খোয়ার পর্যন্ত অস্তিত্ব নেই।

চলমান বর্ষা মৌসুমে এ সড়কটির বেহালদশা আরো সংকটাপন্ন হয়ে পড়েছে। তার সাথে যোগ হয়েছে এ সড়কের পাশে অবস্থিত ৫টি ইট ভাটার কাদা মাটি রাস্তায় পড়ে সেখানে যেমন রাস্তার ক্ষতি হচ্ছে তেমনি দূর্ঘটনাও ঘটছে প্রায়-ই।

রাস্তায় ট্রাক আটকে পড়ায় সাময়িক বন্ধ হয়ে যায় সেখানকার যান চলাচল।

সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসিনতা ও কার্যত উদ্যোগ চোখে পড়ে না, বাস্তাবিক স্থায়ী সংস্কার না হওয়ায়।

এ সড়কের ভয়াবহ কয়েকটি বেহাল স্থানের অতিদ্রুত সংস্কার করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কার করতে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন ভূক্তভোগিরা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা