বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

একুশের প্রথম প্রহরে সাতক্ষীরায় ভাষা শহীদদের স্মরণ

বাঙালী জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবের অধ্যায় মাতৃভাষা বাংলা। বাংলা ভাষা এদেশের জনগনের প্রানের দাবি। পাকিস্তানী শাসক গোষ্ঠি প্রথমে ভাষার উপরে আঘাত হানে। তাদের উদ্দেশ্য ছিল রাষ্ট্র ভাষা উর্দূ প্রতিষ্ঠিত করা। তৎকালীন পাকিস্তানী সরকার রাষ্ট্র ভাষা সর্বত্র উর্দূ ঘোষনা করেন। সাথে সাথে পূর্ব পাকিস্তানে জনগনের মধ্য ঝড় উঠে যায়। এদেশের জনগন আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করতে থাকে। এই আন্দোলনকে দমন করার জন্য সরকার ১৪৪ ধারা জারি করে। সেই দিন এদেশের ছাত্র সমাজ তথা আপামর জনগন সরকারের দমন নীতিকে উপেক্ষা করে রাজ পথে ঝাপিয়ে পড়েন।

ঢাকা সহ সারা দেশে ভাষার আন্দোলনে উত্তাল হয়ে উঠে, ঢাকার রাজ পথে মিছিলে মিছিলে শিক্ষার্থী সহ সকল পেশার মানুষ জড়ো হতে থাকে। মিছিল শুরু হয়, সামনে এগুতে থাকে, এমন সময় পুলিশ বাহিনী মিছিলে গুলি চালিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এসময় সালাম, রফিক, বরকত, জব্বার, শফিক সহ নাম অজানা অনেকে পুলিশের গুলিতে শহীদ হন। বিশ্বের ইতিহাসে এটি ১৯৫২ ভাষা আন্দোলন নামে পরিচিত হয়েছে। বিশ্বের এমন কোন দেশ নেই, যে দেশ ভাষার জন্য কাউকে জীবন দিতে হয়েছে। শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব। পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার। বিশ্বের মাঝে বাংলাদেশের নাগরিক হিসাবে পরিচিতি লাভ করেছি। সেই ভাষা শহীদদের স্মরনে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হচ্ছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন সরকারী বেসরকারী রাজনৈতিক দল পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।

রাত ১২.১ মিনিটে একুশের প্রথম প্রহরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা কলারোয়া সাংসদ এড. মোস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন, জেলা ও দায়রা জজ জোয়াদ্দার আমিরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন পিপিএম (বার), জেলা আ’লীগের সভাপতি এম মুনসুর আহমেদ, সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ ও সা. সম্পাদক আব্দুল বারী, সাতক্ষীরা রিপোটার্স ইউনিটির আহবায়ক রামকৃষ্ণ চক্রবর্তী, দৈনিক দৃষ্টিপাতের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পন করেন সম্পাদক ও প্রকাশক জিএম নুর ইসলাম ও সহ সম্পাদক জিএম ওমর ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা কারাগারের পক্ষে জেলর আবু জাহেদ, সাতক্ষীরা পৌরসভার পক্ষে প্যানেল মেয়র শেখ আব্দুস সেলিম, জেলা জাতীয়পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সদর উপজেলা আ’লীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আ’লীগ সভাপতি আবু সায়ীদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, জেলা মহিলা আ’লীগ, জেলা লেডিস ক্লাব, জেলা পুলিশ নারী কল্যান সংস্থা, চেম্বার অব কমার্স, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজ, দৈনিক পত্রদূত, দৈনিক যুগেরবার্তা, দৈনিক কাফেলা, দৈনিক আজকের সাতক্ষীরা, দক্ষিনের মশাল, দৈনিক কালের চিত্র, সাত নদী, জেলা বাস মালিক সমিতি, পূজা উদযাপন পরিষদ, মটর শ্রমিক ইউনিয়ন, বিজয় সাহিত্য সংসদ, রেড ক্রিসেন্ট সোসাইটি, নব জীবন ইনসিটিটিউট, ছাত্র সমাজ, স্বেচ্ছাসেবক লীগ, সাতক্ষীরা ল কলেজ, ল স্টুডেন্ট ফোরাম, মাদক নিরাময় কেন্দ্র আদর, বাংলাদেশ কারিগরি টেকনোলজিস্ট, জাতীয় শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল, এলজিইডি, জেলা মন্দির সমিতি, শ্রমিক লীগ, নজরুল একাডেমী, ভাংড়ী শ্রমিক ইউনিয়ন, জাতীয় রিক্সা শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।

অন্যদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজের নিজস্ব শহীদ মিনার চত্বরে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পন করেন।

এছাড়া সাতক্ষীরা জজকোর্ট চত্বরের শহীদ পাদদেশে জেলা জজশিপের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয় এ সময় জেলা আইনজীবি সমিতি, আইনজীবি সহকারী সমিতি সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পন করেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র