রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘উন্নয়নের সুফল পেয়েছে বলেই মানুষ আমাদের ভোট দিয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের সুফল পেয়েছে বলেই মানুষ আমাদের ভোট দিয়েছে। অন্যদিকে সন্ত্রাস-দুর্নীতি বিএনপি-জামায়াত জোটের এই ভরাডুবি হয়েছে।

সোমবার বিকালে গণভবনে ৩০ দেশের পর্যবেক্ষক এবং সাংবাদিকদের সঙ্গে নির্বাচনোত্তর মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশবাসী যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে। সেজন্য স্বচ্ছ নির্বাচনের জন্য লড়াই করেছি।
মাদক, দুর্নীতি জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলেও জানান তিনি।

‘মাদক-দুর্নীতি-জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে’

মাদক, দুর্নীতি জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকাল ৪টায় গণভবনে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদেরকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশসহ সার্বিক বিষয়ে অবহিত করতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের সুফল পেয়েছে বলেই মানুষ আমাদের ভোট দিয়েছে। সন্ত্রাস-দুর্নীতি বিএনপি জামায়াত জোটের এই ভরাডুবি।
তিনি আরও বলেন, দেশবাসী যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে। স্বচ্ছ নির্বাচনের জন্য লড়াই করেছি।

শেখ হাসিনাকে অভিনন্দন নরেন্দ্র মোদির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার সকালে টেলিফোনে আওয়ামী লীগ সভাপতিকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী।

প্রধনামন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, রবিবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৮টি আসনের (মোট ৩০০ আসন) মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছেন ২৮৮টি আসন।

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মমতার টুইট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

রবিবার স্থানীয় সময় রাত ১০টা ৫১ মিনিটে একট টুইট বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

টুইটারে মমতা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য শেখ হাসিনা জি কে জানাই অভিনন্দন।”

শেখ হাসিনাকে চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওযায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং সোমবার অভিনন্দন জানান।

শেখ হাসিনাকে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওযায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগিল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী তেসেরিং তোবগ।

সোমবার টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা অভিনন্দন জানান।

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওযায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

সোমবার টেলিফোনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

প্রতিপক্ষের ওপর বাড়াবাড়ি করবেন না, নেতাকর্মীদের ওবায়দুল কাদের

রাজনীতিতে কখনো জোয়ার আসে কখনো ভাটা। জোয়ার দেখে উল্লসিত হয়ে প্রতিপক্ষের ওপর কোনো প্রকার বাড়াবাড়ি বা প্রতিহিংসা দেখাবেন না। নেত্রীর নির্দেশনা অনুযায়ী আমি নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানাচ্ছি।

সোমবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার রূপালী চত্বরে ও কবিরহাট পৌরসভায় নেতকর্মীদেরকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ বিজয়ের আনন্দ নিজেরা ঘরোয়াভাবে উদযাপন করবেন। কেউ বাড়াবাড়ি করবেন না। আমি প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন সেলিম, সদস্য ডা. এ কেএম জাফর উল্যাহ, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম রুমি ও কবিরহাট উপজেলা আওয়ামী লীগের নেতা কামাল খানসহ প্রমুখ।

পুন:নির্বাচনের দাবি অযৌক্তিক ও গণবিরোধী: আওয়ামী লীগ

জাতীয় ঐক্যফ্রন্টের পুন:নির্বাচনের দাবি আওয়ামী লীগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুর রহমান একথা বলেন।

তিনি বলেছেন, আমরা তাদের এ দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। তাদের পুন:নির্বাচনের দাবি অযৌক্তিক ও গণবিরোধী। এই দাবি করে জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঐক্যফ্রন্ট। জনগণ এর জবাব দেবে। একই সঙ্গে ঐক্যফ্রন্টের বক্তব্য প্রত্যাহার করার জন্যও অনুরোধ করেন আওয়ামী লীগের এই নেতা।

আব্দুর রহমান বলেন, আজ প্রমাণ হলো বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে আছে। তারা সততাকে সম্মান দেয়। শেখ হাসিনাকে ভালোবাসে। তবে আমরা এ জয়ে কোনো আনন্দ মিছিল করবো না। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করবো। শুকরিয়া জানাবো।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী