বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ইসির টার্গেট ‘গ্রহণযোগ্য’ নির্বাচন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে দলমত নির্বিশেষে সবার কাছে একটি ‘গ্রহণযোগ্য’ নির্বাচন দিয়ে নিজেদের সমালোচনার ঊর্ধ্বে থাকতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ইসি। তৈরি করা হয়েছে একটি রোডম্যাপও।

নির্বাচন কমিশন কার্যালয়ের এক কর্মকর্তারা জানান, প্রধান নির্বাচন কমিশনারসহ সকল কমিশনারের লক্ষ্য হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার ও দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য করার।

গত ১৬ জুলাই সাতটি কর্মপরিকল্পনা সামনে রেখে বই আকারে একটি রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই রোডম্যাপ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, নির্বাচনী রোডম্যাপের এই দলিলই সর্বশেষ নয়। সময় ও বাস্তবতার নিরিখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশন কর্মকর্তারা আরো বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে। সময়ের প্রয়োজনে ঘোষিত রোডম্যাপে পরিবর্তন আসতে পারে।

তিনি বলেন, সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে নির্বাচন কমিশন সম্পূর্ণ আস্থাশীল। নিরপেক্ষ নির্বাচন করতে বিদ্যমান আইনই যথেষ্ট।

ইসির সাতটি কর্মপরিকল্পনা হচ্ছে সংলাপ, নির্বাচনী আইন ও বিধি সংস্কার, সীমানা পূনঃনির্ধারন, ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধন, ভোট কেন্দ্র স্থাপন এবং নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ। এছাড়া আগামী ৩১ জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত চলবে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে সংলাপ।

এই লক্ষে ইতোমধ্যে সুশীল সমাজের সেবক হিসেবে আছেন এমন ৬০ জনকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। এই সংখ্যাটা আরো বাড়তে পারে। আগামী ৩১ জুলাই সকাল ১১টায় নির্বাচন ভবণের সম্মেলন কক্ষে সুশীল সমাজের অংশগ্রহণে এই সংলাপ শুরু হতে যাচ্ছে।

এদিকে, রোডম্যাপ প্রকাশের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, নির্বাচন কমিশনের এই রোডম্যাপ জাতির আশা-আকাক্সক্ষাকে উপেক্ষা করেছে। আবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলছে ইসির ঘোষিত ‘রোডম্যাপ’ খুবই সুন্দর হয়েছে এবং বাস্তবসম্মত হয়েছে।

বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম এ প্রতিবেদককে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য ইসি অনেক পরিকল্পনাই হাতে নিয়েছে। যা আপনারা সবাই ইতোমধ্যে দেখতে পেয়েছেন। আমরা চাই আমরা সকল সমালোচনার ঊর্ধ্বে থাকি। আমরা দেশের জনগণকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, রোডম্যাপ নিয়ে অনেকেই আলোচনা-সমালোচনা করছেন আমরা তা জানি।

আমরা এটাও জানি যে, এটা বাস্তবায়ন করা অনেক কঠিন একটা কাজ। তবে আমরা আশাবাদী যে, এই কঠিন কাজে আমরা সফলতা বয়ে আনতে পারবো এবং সবার অংশগ্রহণের মাধ্যমে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবো। তিনি বলেন, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে যদি আমরা সামনের দিকে এগোতে পারি তাহলে আমরা অবশ্যই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য একটা ক্ষেত্র তৈরি করতে পারবো। যেখানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবো।’

বেগম কবিতা খানম বলেন, আমরা নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহনের পর কুমিল্লা সিটি নির্বাচন করেছি। দেশের মানুষ সেই নির্বাচন থেকেই দেখেছে আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারি কিনা। সেই নির্বাচনে কিন্তু কোন ধরনের সহিংসতা হয়নি। সবার কাছে সেই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে।

তিনি আরো বলেন, আগামীতে আরো কিছু সিটি নির্বাচন আছে যেমন রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও গাজীপুর। এই নির্বাচনগুলো যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেই জন্য কমিশন কাজ করে যাচ্ছে।

দেশের প্রথম এই নারী নির্বাচন কমিশনার নির্বাচনী আইন প্রসঙ্গে বলেন, নির্বাচনকে যুগোপযোগী করার জন্যই প্রতিবছর আইন সংস্কার করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ফ্লোর তৈরি করা।

তাই নির্বাচনী আইন সংস্কার করে নির্বাচন সহজ করা হয়ে থাকে। এতে ভোটাররা যেমন ভোট দিতে সুবিধা পায়, তেমনি ইসির মাঠপর্যায়ের কর্মীরাও বিভিন্ন জটিলতা থেকে মুক্তি পায়।

২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী