শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরা সদর-২ আসনে

আ’লীগের দুই মনোনয়ন প্রত্যাশীর পাল্টা-পাল্টি শো-ডাউন নিয়ে সংঘর্ষের আশঙ্কা

সাতক্ষীরা সদর-২ আসনে আওয়ামী লীগের দুই মনোনয়ন প্রত্যাশীর মোটর সাইকেল শো-ডাউনকে ঘিরে উভয় সমর্থকদের মাঝে টান টান উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ও ২৯ সেপ্টেম্বর নৌকার স্বপক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নজরুল ইসলামের নেতৃত্বে স্মরণকালের বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা ও একাধিক পথ সভা অনুষ্ঠিত হয়।

এসব মোটর সাইকেল শোভাযাত্রা ও পথ সভায় সাতক্ষীরা সদরের ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা স্বেচ্ছায় স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করে। শুধু তাই নয় নৌকার পক্ষে গণ জোয়ার সৃষ্টি করতে সাম্প্রতিক সময়ে একাধিক স্থানে সভা ও সমাবেশ করে নেতা-কর্মী ও সমর্থকদের উজ্জীবিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আলহাজ্ব নজরুল ইসলাম। সব কিছু ছাপিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা, পথ সভা ও সভা-সমাবেশে বিপুল পরিমান নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি তৃণমুল পর্যায়ে আলহাজ্ব নজরুল ইসলামের ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা প্রমানের মাধ্যমে বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে।

এসবের বিপরীতে সদর উপজেলা পরিষদ চেয়ায়ম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আসাদুজ্জামান বাবু পাল্টা-পাল্টি মোটর সাইকেল শোভাযাত্রা ও পথ সভার মাধ্যমে লোকবল জানান দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে।
বুধবার (৩ অক্টোবর) আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর নেতৃত্বে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা বের হবে বলে একাধিক সূত্র তথ্যের নিশ্চিত করেছে।
ইতিমধ্যে আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর নির্দেশনায় নিজ ইউনিয়ন ব্রহ্মরাজপুর এলাকার কর্মী-সমর্থকরা মোটর সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহন করানোর জন্য ও লোক সমাগম ঘটাতে ব্যাপক তোড়-জোড় শুরু করেছে। এরই মধ্যে শো-ডাউন সফল করতে বাবুর নেতৃত্বে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর-২ আসনের বাইরে থেকেও বেশ কিছু সংখ্যক মোটর সাইকেল ভাড়া করা হয়েছে। সবমিলিয়ে বড় ধরনের মোটর সাইকেল শো-ডাউনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর শো-ডাউনে আলহাজ্ব নজরুল ইসলামের কর্মী-সমর্থকরা যেতে না চাইলেও তাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
আওয়ামী লীগের দুই মনোনয়ন প্রত্যাশীর পাল্টা-পাল্টি শো-ডাউন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড়। একই সাথে নেতা-কর্মী ও সমর্থকরা দুই ভাগে বিভক্ত হয়ে এলাকায় ব্যাপক গ্রুপিং শুরু হয়েছে। আ’লীগ দলীয় দুই মনোনয়ন প্রত্যাশীর নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে দেখা দিয়েছে চরম উত্তেজনা ও অস্থিরতা। কখন কি ঘটে এ নিয়েও রয়েছে নানান শঙ্কা। সাতক্ষীরা পৌরসভার আ’লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, নির্বাচনের আগেই প্রকাশ্যে গ্রুপিং দেখা দিয়েছে। এটা কখনো দলের জন্য শুভকর নয়। পাল্টা-পাল্টি শো-ডাউনের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কাও জানান ওই নেতা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র