শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আম আত্মসাতের প্রতিবাদ করায় কলারোয়ায় চেয়ারম্যানের কাছে মেম্বর ও ছাত্রলীগ নেতা লাঞ্চিত

সাতক্ষীরার কলারোয়ার রাস্তার পাশে লাগানো সরকারি গাছ থেকে আম আত্মসাৎ করার প্রতিবাদ করায় নজরুল ইসলাম নামে এক ইউপি সদস্য ও আব্দুল আহাদ নামে ছাত্রলীগ নেতাকে মারপিট ও লাঞ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান।

ঘটনাটি ঘটেছে- বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদের সামনে।

নিয়মানুযায়ী পরিচর্যাকারী, গাছের পাশের জমির মালিককে না জানিয়েই ও আম বিক্রির টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় ওই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়- উপজেলার গয়ড়া থেকে সুলতানপুর ও হিজলদী সড়কের দু’পার্শ্বে রয়েছে ৩১১ টি সরকারি আম গাছ। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি গাছের ওই আমগুলো ৩লাখ ৬০ হাজার টাকায় স্থানীয় আম ব্যবসায়ী আব্দুল করিমের নিকট বিক্রি করে দেন। কিন্তু চেয়ারম্যান তাদের জানান যে, আম বিক্রি হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকায়।
তারা জানান- সরকারী নিয়মানুযায়ী রাস্তার পাশের লাগানো গাছের মুনাফা ভোগ করবে, পরিচর্যাকারী ৫০ ভাগ, জমির মালিক ৩০ ভাগ, ইউনিয়ন পরিষদ ভোগ করবে ২০ ভাগ। এ ছাড়া রাস্তা সংলগ্ন গাছ বা ফসল বিক্রি করতে হলে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিনিধি এবং সদস্যদের সভার সিদ্ধান্তানুযায়ী রেজুলেশন এবং টেন্ডারের মাধ্যমে বিক্রয় করতে হয়।
কিন্ত এক্ষেত্রে চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি সরকারী বিধি উপেক্ষা করে আম বিক্রি করায় হিজলদী ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বিষয়টি মৌখিক ভাবে গত ৩ দিন দফায় দফায় উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনকে জানান। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি আমলে নেননি।
বৃহস্পতিবার সকালে চেয়ারম্যানের লোকজন গাছের আম পাড়তে বা ভাঙতে থাকে। সেসময় ইউপি সদস্য নজরুল ইসলাম, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আহাদসহ এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আম পাড়তে বাধা দেন। সেসময় চেয়ারম্যানের কতিপয় ব্যক্তিদের সাথে স্থানীয় জনতাদের বাকবিতন্ডা হয়। মেম্বর ও ছাত্রলীগ নেতা আম পাড়ার বিপক্ষে অবস্থান নেয়ায় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি ক্ষিপ্ত হয়ে গ্রাম পুলিশ দিয়ে প্রতিবাদী এলাকাবাসীর উপর লাঠিপেটার নির্দেশ দেন। চেয়ারম্যানের নির্দেশ পেয়ে গ্রাম পুলিশ ভূষণ চন্দ্র দাস ও অহিদুল ইসলামের নেতৃত্বে গ্রাম পুলিশের দলসহ চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গো চান্দুড়িয়া গ্রামের নাককাটা ইসারুল, কাদপুর গ্রামের সেলিম হোসেন, চন্দনপুর গ্রামের আব্দুল্লাহসহ একদল ব্যক্তি ইউপি সদস্য নজরুল ইসলাম ও ছাত্রলীগ নেতা আব্দুল আহাদকে দড়ি দিয়ে বেঁধে ইউনিয়ন পরিষদে আটকে রেখে মধ্যযুগের কাদায় নির্যাতন করে মারাত্মক ভাবে আহত করে।

পরে স্থানীয়রা আহতাবস্থায় ইউপি সদস্য ও আব্দুল আহাদকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করেন।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়- আম পাড়ার প্রতিবাদ করার পর যখন প্রতিবাদকারীদের নির্যাতন করা হচ্ছিলো তখনো সরকারি গাছ থেকে চেয়ারম্যানের লোকজন আম পাড়ছিলো। সেসময় ইউএনও মহোদয়ের চন্দনপুর যাওয়ার খবর পেয়ে দ্রুত মোটরসাইকেল যোগে আমগাছ স্থলে পৌছে চেয়ারম্যান মনি তার লোকদের আম পাড়া বন্ধ করতে বললে আম গাছ থেকে ঝপাঝপ লোকজন নেমে চলে যায়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান- বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তাদেরকে নির্যাতন করা হয়নি।’ তবে আব্দুল আহাদকে আটক রাখা হয় বলে তিনি স্বীকার করেন। পরে জনতার চাপে আটক ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিতে বাধ্য হয়।

এ ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে যান এবং জমির মালিক ও আম ব্যবসায়ী আব্দুল করিমের সাথে কথা বলেন।
তবে সরকার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কোন কাগজপত্র চেয়ারম্যান দেখাতে পারেনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থ প্রতিবাদকারীদের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এদিকে, ওই ঘটনার সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে জাতীয় দৈনিক ভোরের পাতা ও পিপলস টাইমের কলারোয়া প্রতিনিধি এবং সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্রের কাজীরহাট প্রতিনিধি সাংবাদিক সরদার জিল্লুর রহমানকে হুমকি দেন মনি চেয়ারম্যান।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা