হাইকোর্টের আদেশ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ
আজকের সাতক্ষীরা সম্পাদকসহ ৪জনের বিরুদ্ধে মামলার নির্দেশ
সাতক্ষীরা থেকে প্রকাশিত ”দৈনিক আজকের সাতক্ষীরা” পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবর কবিরসহ চার জনের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে (আমলী আদালত-৫) মামলা হয়েছে। মামলায় হাইকোর্টের আদেশ অবমাননা ও মানহানির অভিযোগ আনা হয়েছে।
শুনানী শেষে মামলাটি শ্যামনগর থানার ওসিকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ নির্দেশনা দেওয়া হয়। মামলার বাদী শ্যামনগর উপজেলার মানিকখালি গ্রামের হাজী আবুল হোসেনের ছেলে হুমায়ূন কবির।
মামলার অপর দুই আসামীরা হলেন, শ্যামনগর উপজেলার তারানীপুর গ্রামের হাতেম গাজীর ছেলে আব্দুল আলীম ও সোরা গ্রামের মোবারক গাজীর ছেলে আল মামুন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, শ্যামনগর উপজেলার রমজাননগর মৌজার এসএ ৪৩৭ খতিয়ানে ২৫৬৯ দাগসহ কয়েকটি দাগে ১৫ শতক জায়গায় একটি মার্কেট রয়েছে। এই মার্কেটের পাশে খাদ্য গুদাম থাকায় ২০১৪ সালে খাদ্য গুদামের ওসি বাদীকে উচ্ছেদের নোটিশ দেন। বাদী ঐ নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করিয়া হাইকোটে ৯১৯৬/১৪ নং এক রিট মামলা দায়ের করেন। আদালত রুল জারি করে উচ্ছেদ কার্যক্রম স্থগিত করেন। আদালত এই আদেশের সময় বর্ধিত করেছেন যা এখনও বহাল আছে। তারপরও আসামীরা ব্যক্তিগত শত্রুতার বশবর্তী হয়ে আদালতের আদেশ সম্পর্কে মিথ্যা উক্তি লিখে আদালতের আদেশ অমান্য করে উচ্ছেদ করতে প্রেরণা জুগিয়েছে। একই সঙ্গে মানহানিকর উক্তি করে সংবাদ প্রকাশ করেছেন।
মামলার বাদী হুমায়ূন কবির বলেন, আদালত মামলাটি শুনানী শেষে ১৪৩, ৪৪৭, ১৯৩, ২০৯, ৫০২ ও ৫০৬ ধারায় এফআইআর হিসেবে নথিভুক্ত করার জন্য শ্যামনগর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি সাইবার ট্র্যাইবুন্যালে করার জন্য পরামর্শ দিয়েছেন আদালত। তিনি আরও বলেন, আমি হাইকোর্টের কাগজপত্র, পত্রিকায় প্রকাশিত সংবাদের কপিসহ স্বপক্ষের নথিপত্র আদালতে দাখিল করেছি।
বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী এ্যাড. শেখ ত্বোহা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিষয়ে আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু বলেন, মামলার বিষয়ে আমার জানা নেই। তবে আদালত আত্মপক্ষ সমর্থনের আগেই এফআইআরের নির্দেশনা দিলে সেটা দু:খজনক।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন বলেন, আদালত থেকে নির্দেশনা এখনো পায়নি। নির্দেশনা পেলে নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন