রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে তিন ফরম্যাটেই ফের শীর্ষে সাকিব

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেটারদের র‍্যাংকিং তালিকা হালনাগাদ করেছে। এতে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের তিন ফরম্যাটেই (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি) ফের শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

সম্প্রতি ঘরের মাঠে একদিনের ত্রিদেশীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। এতে ফাইনালে শ্রীলঙ্কার কাছে দল হেরে গেলেও পুরো সিরিজে অসাধারণ পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ১৬৩ রান করার পাশাপাশি বল হাতে ৯ টি উইকেট নিয়েছেন সাকিব। যার ফলে একদিনের অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশী এই অলরাউন্ডার। ওয়ানডেতে সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৩৫৯। দ্বিতীয় অবস্থানে নেমে যাওয়া পাকিস্তানের মোহাম্মদহাফিজের বর্তমান রেটিং পয়েন্ট ৩৩৯।

এদিকে টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ৪৩৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন সাকিব। দ্বিতীয় অবস্থানে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। সাকিবের থেকে ৪৭ পয়েন্ট পিছিয়ে থাকা এই ক্রিকেটারের রেটিং পয়েন্ট ৩৯০। টেস্টে তিনে আছেন আরেক ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন। তার রেটিং পয়েন্ট ৩৬৭।

টেস্ট, ওয়ানডের মতো টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়েও শীর্ষে সাকিব। ক্রিকেটের সবচেয়ে ছোট এই সংস্করণে সাকিবের রেটিং পয়েন্ট ৩৫৩। এরপরেই ৩৩০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

এদিকে টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ (রেটিং পয়েন্ট ৯৪৭)। দুইয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি (রেটিং পয়েন্ট ৯১২)। তিনে ইংল্যান্ড অধিনায়ক জো রুট (রেটিং পয়েন্ট ৮৮১), চারে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (রেটিং পয়েন্ট ৮৫৫)। আর পাঁচে আছেন আরেক অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার (রেটিং পয়েন্ট ৮২৭)।

টেস্টে বোলারদের মধ্যে শীর্ষে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (রেটিং পয়েন্ট ৮৮৭)। দুইয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (রেটিং পয়েন্ট ৮৭৫)। বাংলাদেশর হয়ে শীর্ষ ২০ এর মধ্যে একমাত্র বোলার হিসেবে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৬৬৮ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান ১৮ নম্বরে।

একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি (রেটিং পয়েন্ট ৮৭৬)। কোহলির থেকে ৪ রেটিং পয়েন্ট পিছিয়ে দুই নম্বর অবস্থানে আছেন এবি ডি ভিলিয়ার্স (রেটিং পয়েন্ট ৮৭২)। বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ৬৯৮ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন ১৬তম স্থানে। মুশফিকুর রহিম ৬৫২ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন র‌্যাঙ্কিংয়ের ১৯তম স্থানে। আর বোলারদের মধ্যে শীর্ষে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (রেটিং পয়েন্ট ৭৪৩)। দুইয়ে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তার রেটিং পয়েন্ট ৭২৯।

ক্রিকেটের ছোট সংস্করণ টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের তালিকায় ৭৮৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। দুইয়ে অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ (রেটিং পয়েন্ট ৭৮৪)। বোলিংয়ে ৭১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ৬৬৭ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন র‌্যাঙ্কিংয়ের ৭ নম্বরে ও সাকিব আল হাসানের অবস্থান ১০ম স্থানে (রেটিং পয়েন্ট ৬৬১)।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!