রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দু’টি কমিটি গঠন : সেতুমন্ত্রী

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দু’টি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়কের শৃঙ্খলা আনতে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানকে নিয়ে দুটি কমিটি করা হয়েছে।

ওবায়দুল কাদের দুপুরে রাজধানীর বনানীস্থ সড়ক পরিবহন ভবনে সড়কের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কমিটি গঠনের কথা বলেন ।

কমিটির অন্য সদস্যরা হলেন, সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ , সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ব্র্যাকের প্রতিনিধি, ট্রাক কাভার্ড ভ্যান থেকে দুজন প্রতিনিধি, বিআরটিএ, ডিআইজি হাই ওয়ে, ডিআইজি অপারেশন, এ আর আই বুয়েট, অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি, সড়ক ও মহাসড়ক বিভাগ থেকে একজন করে প্রতিনিধি।

‘এই ১৫ সদস্যের কমিটি সড়ক পরিবহনের শৃঙ্খলা, দূর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে ১৪ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দেবেন‘ উরেøখ করে সেতুমন্ত্রী আরো বলেন ,বৈঠকে সড়ক পরিবহন আইন সংসদে পাশ হওয়ার পর শ্রমিক মালিকদের দাবি দাওয়ার উপর ভিক্তি করে বাস্তব সম্মত উপায় খুজতে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনকে নিয়ে তিন সদস্যের আরো একটি কমিটি করা হয়েছে ।

ওবায়দুল কাদের বলেন, “সড়ক পরিবহন আইন সংসদে পাশ হয়েছে এবং নির্বাচনে আগে স্টেক হোল্ডারদের পক্ষ থেকে কিছু কমেন্ট এন্ড অভজারবেশন ছিলো, কিছু সংশোধনের দাবি দাওয়া ছিল। আইন প্রনয়নের পর আইনটা বাস্তবায়নের প্রক্রিয়ায় কোন বিধি বিধান করে, বাস্তবতার সঙ্গে যতটা সংঘতি রাখা যায় সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য আইন সংশ্লিষ্ট তিনজন মন্ত্রীকে আমরা দায়িত্ব দিয়েছি।”

তিনি বলেন “তারা আইনটা প্রয়োগ করতে ও বাস্তায়নের প্রক্রিয়া নিয়ে কাজ করবেন। যেহেতু আইনের বিধি এখনও প্রণয়ন হয় নি, তাই স্টেক হোল্ডারদের দাবির দিক বিবেচনা করে কিছু একটা করা যায় কিনা, সেটা পর্যালোচনা করে দেখবেন।”

যুক্তরাষ্ট ভিক্তিক সংস্থা ওয়াল্ড ট্রাফিক ইন্ডেক্স জরিপের রিপোর্টে বিশ্বের ২০৭ টি দেশের মধ্যে বাংলাদেশ যানজটে শীর্ষে অবস্থান করছে বিষয়টাকে কিভাবে দেখছেন জানতে চাইলে সড়ক পরিবহ ও সেতু মন্ত্রী বলেন, “কত রিপোর্ট বের হচ্ছে, টিআইবি’রও একটি রিপোর্ট বের হয়েছে। সেখানে বাংলাদেশকে যেভাবে চিত্রিত করা হয়েছে, এটা বাস্তব চিত্র নয়।”

তিনি বলেন, “বাংলাদেশের আজকের উন্নয়ন এবং উচ্চতাকে খাটো করার জন্য, ছোট করার জন্য এবং বাংলাদেশের জন্য যারা ইর্ষান্বিত তাদের একটি সিন্ডিকেট এখানে কাজ করছে।” তিনি বলেন, “পরিবহনে শৃঙ্খলায় আমরা অন্যদের থেকে পিছিয়ে থাকবো এমন নয়, কিছুটা সমস্যা পরিবহনে আছে। আমার বিশ্বাস পরিবহনের সংকট সকলের সহযোগিতায় আমরা কাটিয়ে উঠবো।”

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ডিএমপি পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

এছাড়াও ব্র্যাক ও ট্রাক কাভার্ড ভ্যান, বিআরটিএ’র প্রতিনিধি, ডিআইজি হাই ওয়ে, ডিআইজি অপারেশন, এ আর আই বুয়েট, অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি, সড়ক ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী