বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘সৌজন্যে: অধ্যক্ষ মো: ইজ্জতউল্লাহ’ ! বসে নেই জামায়াতিরা

‘সৌজন্যে: অধ্যক্ষ মো: ইজ্জতউল্লাহ’- এ ছাড়া কোন পদবি কিংবা সংগঠন বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই। যেন নাম-পদবিহীন নিষিদ্ধঘোষিত কোন কিছু। গত কয়েকদিন সাতক্ষীরার কলারোয়া ও তালা উপজেলার বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও অন্যান্য প্রতিষ্ঠানে চলমান রমজানের সেহেরি ও ইফতারের সময়সূচি সম্বলতি এমনই একটি ক্যালেন্ডার দেখা যাচ্ছে, যার নিচে শুধুমাত্র লেখা- সৌজন্যে: অধ্যক্ষ মো: ইজ্জতউল্লাহ। শুধু তাই নয়, উপজেলা সদরের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ক্যালেন্ডারগুলো পৌছে দেয়া হচ্ছে।

উল্লেখিত ক্যালেন্ডারের উপরের অংশে- ‘মাহে রমজানের তোহফা ও ক্যালেন্ডার ২০১৮-১৯, সাহরী ও ইফতারের সময়সূীচ, সাতক্ষীরা ও পার্শ্ববর্তী এলাকার জন্য’, এবং নিচের ডানের দিকে নাম উল্লেখ না করে- ‘উপজেলা প্রধান, কলারোয়া, সাতক্ষীরার’ উদ্ধৃতি দিয়ে একটি আবেদনে লেখা হয়েছে। সেখানে সৎলোকের শাসন প্রতিষ্ঠা ও সাদকাহ তহবিলে দান করে আল্লাহর দ্বীন কায়েমের সহযোগিতা কামনা করা হয়েছে।

বিষ্ময়ের বিষয় হলো- কারা বা কোন সংগঠন কিংবা প্রতিষ্ঠান এটি প্রকাশ করে প্রচার করছে সেটা উহ্য রাখা হয়েছে, শুধুমাত্র ওই পোস্টার-কাম ক্যালেন্ডারের নিচের অংশে বড় করে ‘সৌজন্যে: অধ্যক্ষ মো: ইজ্জতউল্লাহ’ লেখা আছে।

জানা গেছে- এই ইজ্জতউল্লাহ হলেন- জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতা। সাতক্ষীরা-১ আসন থেকে দলটির সমর্থিত ও নির্ধারিত প্রার্থী। পাশাপাশি তিনি নাশকতাসহ বহু মামলার আসামি, গ্রেপ্তারও হয়েছেন কয়েকবার।

তবে অনেকেই প্রশ্ন তুলেছেন- ‘এত চাপের মুখেও জামায়াতিরা বসে নেই। মামলা-গ্রেপ্তার-গৃহছাড়া হয়েও তারা গোপনে ঠিকই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে ‘গা ঢাকা দেয়া’ অনেক জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এলাকায় নিয়মিত যাতায়াত শুরু করে দিয়েছেন। আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এটা কিভাবে সম্ভব?’

উদ্বেগের সাথে তারা বলছেন- ‘রাস্তাকাটা-গাছকাটা, ভাংচুর, অগ্নিসংযোগ, নাশকতা-হত্যাযজ্ঞতার অভিযোগের তীর যখন জামায়াতের দিকে তখন কলারোয়া উপজেলা সদরের মতো বাজারের দোকানগুলোতে জামায়াতের শীর্ষ নেতার নামে ও তাদের দেয়া ক্যালেন্ডার কিভাবে বিলি করা হচ্ছে? তারা তো যেকোন সময় যেকোন ঘটনাও ঘটিয়ে ফেলতে পারেন।’

অনেক দোকানিরা জানিয়েছেন- ‘মুখচেনা ও অচেনা ২/৩জন কিশোর-যুবক ক্যালেন্ডারগুলো দোকানে দোকানে বিলি করেছে।

 

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা