বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সেতুমন্ত্রীর আগমনে কলারোয়ায় যুবলীগের আনন্দ মিছিল

কলারোয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ১২ডিসেম্বর মঙ্গলবার সকালে সাতক্ষীরায় আগমনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ করেছেন দলিয় নেতাকর্মীরা।
সোমবার সন্ধ্যার পর উপজেলা যুবলীগের নেতৃত্বে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে এ আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ করেন।
আনন্দ মিছিল শেষে কাছারী মসজিদের সামনে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ মোস্তাকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইচ, সাংগঠনিক সম্পাদক শেখ আবু বক্কর সিদ্দিক জনি, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মিঠু, সৈনিকলীগের সভাপতি রুবেল মল্লিক, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম, সাবেক সভাপতি শিমুলসহ নেতৃবৃন্দ প্রমুখ।

কলারোয়ায় জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের অফিস ভাংচুর
কলারোয়ায় ছাত্রলীগের অফিস ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে গতকাল সোমবার বিকালে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে,কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটির একটি অফিস ঘর ভাড়া নিয়ে উদ্বোধন করার জন্য প্রস্তুতি নেয়। হঠাৎ কোন কারণ ছাড়ায় সোমবার বেলা দেড়টার দিকে ক্ষেত্রপাড়া গ্রামের মৃত তাছের আলী বিশ্বাসের ছেলে রেজাউল বিশ্বাস লোহার রড়, হাতুড়ি নিয়ে ইউনিয়ন ছাত্রলীগের অফিসে যায়। সেখানে কাউকে না পেয়ে অফিসের লোহার সিড়ি ও রুম ভাংচুর করে সিড়িটি নিয়ে সরিয়ে ফেলে। এসময় সন্ত্রাসী কায়দায় রেজাউল ইসলাম ছাত্রলীগের নেতাকর্মীদের অকথ্য ভাষায় নাম ধরে গালি গালাজ করে হুমকি প্রদান করে। এসময় সন্ত্রাসী রেজাউল ইসলাম উপস্থিত সকলের সামনে বলে অফিস করতে হলে তাকে চাঁদা দিতে হবে। এদিকে জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ ও সাধারণ সম্পাদক এবাদুল হোসেন জানায়, তারা নতুন অফিস করার জন্য ক্ষেত্রপাড়া গ্রামের পবিত্র কুমার সাহার নিকট থেকে ঘরটি ভাড়া নিয়েছেন। আগামী ২/৩দিনের মধ্যে অফিসটির উদ্বোধন করবেন। এদিকে জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের পবিত্র কুমার সাহা জানান, সরসকাটি বাজারে কেহ নতুন দোকান করলে সন্ত্রাসী রেজাউল বিশ্বাস চাঁদা নিচ্ছে। কেহ চাঁদা না দিলে তাদের উপর হামলা সহ দোকান ঘর ভাংচুর করছে। তিনি সরকারী ভাবে ডিসিআর নিয়ে পাকা দোকান ঘর নির্মাণ করেছেন। সেখানে একটি রুম ইউনিয়ন ছাত্রলীগের অফিস হিসাবে ভাড়া দিয়েছেন। সন্ত্রাসী রেজাউল বিশ্বাসকে চাঁদা না দেওয়াতে সে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের অফিসের লোহার সিড়ি ও রুম ভাংচুর করে সিড়িটি নিয়ে সরিয়ে ফেলে। এঘটনায় তিনি বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা