শনিবার, জুলাই ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরা-১ আসনে বিপুল ভোটে নৌকার মুস্তফা লুৎফুল্লাহ বিজয়ী

বিপুল ভোটের ব্যবাধানে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মহাজোটের মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

তিনি পেয়েছেন ৩ লাখ ৩০ হাজার ৮৮০ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি নেতা মোঃ হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৮০৪ ভোট।

এর আগে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে বিতরিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে মহাজোট অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ নৌকা প্রতীকে তালা উপজেলায় ১ লাখ ৮৩ হাজার ৮২৩ ভোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি নেতা মোঃ হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীকে ১৩হাজার ৩০৪ ভোট পেয়েছেন।

অপরদিকে কলারোয়া উপজেলায় নৌকা প্রতীক ১ লাখ ৪৭ হাজার ৫৭ ভোট ও ধানের শীষ প্রতীক ৩হাজার ৫শত ভোট পেয়েছে।

সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসাররা উক্ত খবর নিশ্চিত করেছেন।

এদিকে, অসমর্থিত সূত্রে জানা গেছে- দুই উপজেলার ১৬৮টি কেন্দ্রের সবক’টির ফলাফলে নৌকা প্রতীক পেয়েছে ৩লাখ ৩১হাজার ৪’শ ১ ভোট আর নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষ প্রতীক পেয়েছে ১৬হাজার ৮’শ ৯৭ ভোট। এর মধ্যে তালা উপজেলায় নৌকা পেয়েছে ১,৮৩,৮২৩ ভোট আর ধানের শীষ পেয়েছে ১৩,৩০৪ভোট। কলারোয়া উপজেলায় নৌকা প্রতীক পেয়েছে ১,৪৭,৫৭৮ ভোট আর ধানের শীষ পেয়েছে ৩,৫৯৩ভোট।

পরিসংখ্যানে দেখা গেছে, ধানের শীষের চেয়ে নৌকা প্রতীকের প্রার্থী প্রায় ২০গুন বেশি ভোট পেয়েছে। মোট ভোটারের
শতকরা প্রায় সাড়ে ৮২ভাগ ভোট পেয়েছে নৌকা প্রতীক। বিপরীতে ধানেরশীষ পেয়েছে শতকরা ৫ভাগ।

প্রসঙ্গত, সাতক্ষীরা জেলার দুটি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন। এ আসনে ভোটার সংখ্যা চার লাখ ২৩ হাজার ৭৩। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১০ হাজার ৮৭০ এবং নারী ভোটার ২ লাখ ১২ হাজার ২০৩ জন। তালা উপজেলায় ২ লাখ ৩৭ হাজার ৩৬৫ এবং কলারোয়া উপজেলায় ১ লাখ ৮৫ হাজার ৭০৮ ভোট।
ভোট কেন্দ্র ছিলো ১৬৮টি। তালা উপজেলার ৯৩টি কেন্দ্রে ৯৩ জন প্রিজাইডিং অফিসার, ৪৮৭ জন সহকারী প্রিজাইডিং ও ৯৭৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন। এছাড়া কলারোয়া উপজেলার ৭৫টি কেন্দ্রে ৭৫জন প্রিজাইডিং অফিসার, ৩৮১ জন সহকারী প্রিজাইডিং ও ৭৬২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন।

প্রতিদ্বন্দ্বীতায় নাম লেখান- মহাজোট প্রার্থী অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ (নৌকা), ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ), জাতীয় পার্টির সৈয়দ দীদার বখত (লাঙ্গল), ইসলামী আন্দোলনের এফএম আছাদুল হক (হাত পাখা), এসএম মুজিব (সিংহ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আজিজুর রহমান (কাস্তে) ও ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর রশিদ (আম)।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা