বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরা-১ আসনে কে হবেন দলের মনোনীত প্রার্থী

সাতক্ষীরা-১ (জাতীয় সংসদ-১০৫) তালা ও কলারোয়া উপজেলার ২৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। ১৯৯১ সালের পর এ আসনে বরাবরই আওয়ামী লীগ ও বিএনপির হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় থাকেন।

এ আসনের সংসদ সদস্য বা নেতাদের মূলত জেলা আওয়ামী লীগ বা জেলা বিএনপির অন্যতম প্রধান নেতৃত্বে থাকতে দেখা যায়। তাছাড়া এ আসনটিতে যে দল বা জোটের প্রার্থী বিজয়ী হয়েছে তাদের দল বা জোটকে ক্ষমতায় দেখা গেছে। ফলে স্বাভাবিকভাবেই জেলার অন্য ৩টি আসনের চেয়ে এ আসনটির দিকে নজর সকলের।

চূড়ান্ত মনোনয়ের শেষ পর্যায়ে এসে প্রধান দু’টি দল ও শরিক জোটে কে পেতে পারেন দলীয় মনোনয়ন তা নিয়ে চলছে তৃণমুল নেতাকর্মীদের চুলচেরা বিশ্লেষণ। জল্পনা-কল্পনা আর মুখোরচক ধারণার শেষ নেই এখানে।

তবে কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন সূত্রে থেকে পাওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত নৌকার টিকিট আবারো পেতে পারেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরিক ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও বর্তমান সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

তার পরেই নৌকার নিজস্ব মাঝির তালিকায় থাকতে পারেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও এই আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান।

এরপর থাকতে পারেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি সরদার মুজিব ও কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নাম।

আবার কেউ কেউ মনে করছেন মহাজোটের শরিক হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতও মনোনয়ন পেতে পারেন।

আর ধানের শীষ প্রতীক এবারো হাতে থাকবে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের। তবে তার পেছনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লাগতে পারেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের নেতা অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

তবে এ আসনে মহাজোটের প্রার্থী যদি আওয়ামীলীগের না হয় তাহলে আসনটি হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আ.লীগের তৃণমূল নেতাকর্মীদের অভিমত।

সবমিলিয়ে দল বা জোটের মনোনীত প্রার্থী দেখতে অপেক্ষা করতে হবে আরো ২/১দিন। আর জল্পনা-কল্পনার অবসান ঘুচিয়ে চূড়ান্ত প্রার্থীতা দেখা যাবে ১০ডিসেম্বরের পর।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা