রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরা জেলায় দু’দিনে ৭ জনের অস্বাভাবিক মৃত্যু

সাতক্ষীরা জেলায় দু’দিনে তিনটি আত্মহত্যাসহ ৭ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, সোমবার (১ এপ্রিল) তালা উপজেলার কপোতাক্ষ নদে অজ্ঞাত পরিচয় পুরুষের (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। পাটকেলঘাটার বাহাদুরপুর খেয়াঘাটা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তালা পাটকেলঘাটা অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করে ছিলেন। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে একই দিন কলারোয়ায় প্রথক স্থানে দুইজন আত্মহত্যা করে। এদের একজন স্কুল ছাত্রী ও অপরজন গৃহবধূ। ওই ঘটনায় থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামের মতিয়ার রহমানের স্কুলপড়ুয়া মেয়ে শারমীন খাতুন (১২) অভিমান করে রবিবার রাতে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে ভাদিয়ালী হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্রী ছিলো।
অপরদিকে পারিবারিক কলহের জের ধরে উপজেলার দেয়াড়া গ্রামের আলমগীর গাজীর স্ত্রী রোজিনা খাতুন (৩২) নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

সোমবার (১ এপ্রিল) আশাশুনির খরিয়াটিতে পুকুরে ডুবে সামিয়া (০২) নামের এক শিশুর মৃত্যু হয়। সামিয়া আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের আবুল খায়ের মোড়লের কন্যা। বাড়ির উঠানে খেলা করার সময় সবার অগোচরে সে পাশের পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।

এদিকে বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণের কিন্তি দিতে ব্যর্থ হয়ে মানসিক কষ্টে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন গীতাদাসী মন্ডল (৪৬) নামে এক গৃহবধূ। তিনি কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের শ্মশান মন্ডলের স্ত্রী। আত্মহননকারী গৃহবধূর স্বামীর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, ঋণে জর্জরিত হয়ে বেশ কিছুদিন যাবত মানসিক যন্ত্রণায় ভুগছিলেন গীতাদাসী মন্ডল। এক পর্যায়ে তিনি রোববার (৩১ মার্চ) সকালে পরিবারের সবার অজান্তে নিজ বসতঘরের আড়ায় ওড়নার সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

রোববার (৩১ মার্চ) সদর উপজেলার ভাড়ুখালি গ্রামের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লিটন (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত লিটন ওই গ্রামের শহিদুল ইসলামের একমাত্র ছেলে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া (৩১ মার্চ) অপারেশন থিয়েটারে তুলে উচ্চ রক্তচাপ কমানোর ভুল ইনজেকশন দেয়ায় ফতেমা তুজ জোহরা ওরফে চামেলি (৩০) নামের এক অন্তঃসত্ত্বা শিক্ষিকার মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার রাত আটটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা আহছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনেষ্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। তবে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন চামেলীর মৃত্যুর বিষয়ে লিখিত কোন অভিযোগ থানায় তার পরিবারের পক্ষ থেকে দেয়নি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা