সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরা আদালত এলাকায় মামলার বাদীকে অপহরণের চেষ্টা : অভিযুক্তদের নাটকীয়তা!

সাতক্ষীরা আদালত এলাকা থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে মামলার বাদীকে অপহরনের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তরা নিজেদের রক্ষা করতে নানা কায়দায় নাটকীয়তা শুরু করেছে।

জানা যায়, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার ও পাঠকপ্রিয় অনলাইন নিউজ পেপার ‘কলারোয়া নিউজ’র প্রতিনিধি এবং সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ রেজাউল করিম মিঠু নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার জয়াগ গ্রামের মোঃ আজিজুল হকের পুত্র আব্দুল্লাহ আল-কাদের ওরফে রুবেলের কাছে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ৩১ লক্ষ টাকা পায়। পাওনা টাকা পরিশোধের জন্য রুবেল ইতিমধ্যে মিঠুকে পৃথক ৩টি ব্যাংক চেক প্রদান করে। এই টাকা রুবেল পরিশোধে ব্যর্থ হওয়াও মিঠু চেক ৩টি ডিজঅনার করে। এ ঘটনায় মিঠু বাদী হয়ে সাতক্ষীরা থানায় ১০ লক্ষ টাকার একটি মামলা দায়ের করে। যার মামলা নং-০১, তাং-০১/১০/১৬ ইং। এই মামলাটি সিআইডি তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দিয়েছে। এছাড়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মিঠু বাদী হয়ে ২০ লক্ষ টাকার দ্বিতীয় মামলা দায়ের করে। যার মামলা নং-সি,আর-৫৬৮/১৬ (সাত), তাং-১৫/১১/১৬ ইং। অপরদিকে একই আদালতে মিঠু বাদী হয়ে ১ লক্ষ টাকার তৃতীয় মামলাটি দায়ের করে। যার মামলা নং-৫৭৮/১৬ (সাত), তাং-১৭/১১/১৬ ইং। এসব মামলায় রুবেল হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। রুবেল এসব মামলায় পলাতক থাকায় ইতিমধ্যে তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এসব মামলা আপোষ-মিমাংসার কথা বলে বুধবার সকালে রুবেলের পক্ষে খুলনার খালিশপুর এলাকার আজিজুর রহমান ওরফে বাবু সাতক্ষীরা আদালত প্রাঙ্গনে আসে। এ সময়ে মিঠুকে ফোন করে মামলাগুলো মধ্যস্থতা হবে বলে আদালত প্রাঙ্গনে ডেকে নিয়ে যায় বাবু। মিঠু আদালত চত্বরের মটর সাইকেল গ্যারেজের সামনে গিয়ে দেখতে পান বাবু, মেহেদী হাসান, সুমন, মোখলেস সহ অজ্ঞাতনামা আর ৫/৬ জন প্রাইভেটকার ও কয়েকটি মটর সাইকেল নিয়ে অপেক্ষা করছে। বাবু সহ উপস্থিত লোকজন মিঠুকে মামলাগুলো তুলে নেওয়ার জন্য ব্যাপক হুমকি-ধামকি, মারপিট, গুম ও খুন-জখমের ভয় দেখাতে থাকে। এক পর্যায়ে কথা কাটাকাটির সময়ে মিঠুকে তারা মারপিট করে জোরপূর্বক মটর সাইকেলে তোলার চেষ্টা করে। মিঠুর চিৎকারে আদালত চত্বরের আশ-পাশের লোকজন ছুটে আসলে অভিযুক্তরা মিঠুকে ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় লোকজন তাদের ধাওয়া করলে অভিযুক্তরা নিজেদের রক্ষা করতে তাদের পরিহিত জামা-কাপড় নিজেরা ছিড়ে ফেলে মাটিয়ে লুটিয়ে পড়ে আহত হওয়ার ভাব দেখায়। আদালত প্রাঙ্গনে উপস্থিত লোকজন এসব ঘটনা স্বচক্ষে দেখে। এদের মধ্যে খুলনার খালিশপুর এলাকার আনসারুল হাসানের পুত্র মেহেদী হাসান (৪০) অসূস্থ সেজে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে সে আরও বেশি অসূস্থ সেজে তার সঙ্গীয় লোকজন বুধবার দুপুরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে বদলি করে নেয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নাজমুন নাহার জানান, মেহেদী হাসান সামান্য আহত। অন্যত্র বদলী হওয়ার মত অসূস্থ সে নয়। তার পক্ষের লোকজনের অনুরোধে এটা করা হয়েছে। সাতক্ষীরা আদালতের আইনজীবি আসাদুজ্জামান দিলুর সহকারী মেহেদী হাসান শিমুল, আইনজীবি আব্দুস সামাদ (৪) এর সহকারী জাকির হোসেন ও জাহারুল ইসলাম জানান, মিঠুকে অপহরন চেষ্টা ঘটনার আমার প্রত্যক্ষদর্শী। জোর করে তাকে টানা-হেঁচড়ার মাধ্যমে মটর সাইকেলে তোলার চেষ্টা করে। উপস্থিত জনতার রোষানলে অপহরন চেষ্টা ব্যর্থ হয়। আমাদের সামনেই তারা লোকজনের মারধর থেকে নিজেদের বাঁচাতে পরিহিত জামা ছিড়ে মাটিয়ে শুয়ে পড়ে।

অভিযুক্তরা ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে একের পর এক নাটকীয়তা শুরু করেছে। তারা মিঠুর বিরুদ্ধে পরিকল্পনা অনুযায়ী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেয়ার জোর চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।এ ঘটনায় মিঠু বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ জানান, দুই পক্ষেরই মৌখিক অভিযোগ পেয়েছি। কিন্তু কোন পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র