শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় ১০টাকা চালের কার্ড বাতিল করলো ইউপি সদস্য, প্রতিবাদে সমাবেশ

সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ২নং ওয়ার্ড কালিয়ানি ছয়ঘরিয়ার ইউপি সদস্য আব্দুল হান্নানের বিরুদ্ধে ১০ টাকা দরে চাউলের কার্ডে ব্যাপক অনিয়ম,দূর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার সকালে ছয়ঘরিয়া গ্রামে ১০ টাকা দরে চাউলের কার্ড বাতিল করা ৬৯ জন গরীব-অসহায় নারী-পুরুষের সাথে বঞ্চিত গ্রামবাসিরা ঐক্যবন্ধ হয়ে ওই ইউপি সদস্যের বিচার ও তাদের কার্ড বাতিলের প্রতিবাদে সমাবেশ করেছে।
সরেজমিনে গেলে প্রতিবাদ সমাবেশ চলাকালে হাসিনা খাতুন (৫০) বলেন, আমার স্বামী নেই। ১০ টাকা ধরে চাউলের কার্ড চালু হওয়া থেকে আমি চাউল পাচ্ছি। কিন্তু এপ্রিল মাসের চাল আনতে গেলে ইউপি সদস্য আব্দুল হান্নান বলেন, তোমাদের কার্ড বাতিল করা হয়েছে। এখন থেকে তোমরা আর ১০ টাকা দরের চাল পাবে না।

তিনি কান্না জড়িত কন্ঠে আরো বলেন, আমরা অসহায় মানুষ, আমাদের কার্ড বাতিল করা হয়েছে। অথচ আমাদের মেম্বরের বড় ভাই আব্দুল জলিলের নামে ৩টি কার্ড এখনও চালু আছে। তার মধ্যে বয়সস্ক ভাতা, কর্মসৃজনের কার্ড ও ১০ টাকা দরের চালের কার্ড।

কার্ড বাতিল হওয়া কালিয়ানী গ্রামের আসাদুল, নারগিছ, সাদেক আলী, হামিদ মোল্যা ও ছয়ঘরিয়া গ্রামের সুরমান বিবি, মনোয়ারা খাতুন, ইকবাল হোসেন, ইয়াকুব আলী, নিলুফা খাতুন, শাহানারা খাতুন, খালেদা খাতুন, শিল্পী, হযরত সুফিয়াসহ আরো অনেকে বলেন, আমাদের ওয়ার্ড থেকে একযোগে ৬৯ জনের ১০ টাকা দরের চালের কার্ড বাতিল করেছে। কি কারণে বাতিল করেছে জানিনা। তবে আমাদের কার্ড বাতিল করে নতুন করে যাদের নামে কার্ড করেছে তাদের অধিকাংশ ধনী মানুষ, পাকা ঘর, বাজারে ব্যবসা করে এমন ব্যক্তি নামের তালিকা করেছেন ওই ইউপি সদস্য। বিশেষ করে অহিদুজ্জামান নামে এক ব্যক্তি কোর্টে চাকুরী করে তার নামেও ১০ টাকার চালের কার্ড দেওয়া হয়।

ছয়ঘরিয়া গ্রামের কার্ড বঞ্চিত রাশিদা খাতুন (৬০) কাঁদতে কাঁদতে বলেন, আমাদের পাড়ার ২১ জনের কার্ড বাতিল করে অধিকাংশ ধনী মানুষের নামে নতুন কার্ড হয়েছে। শুধু তাই নয়। এক এক ব্যক্তির নামে ২/৩ টি করেও কার্ড আছে। অথচ আমার স্বামী একজন ভিক্ষুক হওয়া সত্ত্বেও আমি আজ পর্যস্ত একটি কার্ডও পায়নি। যারা টাকা দিতে পারে কেবল মাত্র তাদের নামে কার্ড হয়।

ছয়ঘরিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বলেন, ইউপি সদস্য আব্দুল হান্নান গরীব, বিধবা,স্বামী পরিত্যক্তসহ অনেক অসহায় ব্যক্তিদের কার্ড বাতিল করে ধনীদের নামে কার্ড করেছেন। বিশেষ করে তাদের গ্রামের ধনী ব্যক্তি আব্দুল হান্নান, জামায়াত নেতা আনিছুর রহমান, চাকুরীজীবি অহিদুজ্জামানসহ অনেকের নামে দুইটা করেও বিভিন্ন প্রকল্পের কার্ড আছে। এ সময় তিনি গরীব অসহায়দের বাতিল হওয়া কার্ড যাতে আবার ফেরত পায় তার জোর দাবি জানান।

ইউপি সদস্য আব্দুল হান্নান কার্ড বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের নামে কর্মশৃজনশীল ও ১০ টাকার কার্ড ছিল। তাই ১০ টাকা চালের কার্ডটি বাতিল করা হয়েছে। তার ভাই আব্দুল জলিলের নামে তিনটি কার্ডের বিষয়টি জানতে চাইলে, উত্তরে ইউপি চেয়ারম্যান দিয়েছেন বলে জানান।

ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ওসলে জানান, ইতোমধ্যে একটা প্রজ্ঞাপন আসছে। কারো নামে দুটি কার্ড দেওয়া যাবে না। তাই যাদের নামে দুটি কার্ড আছে, তাদের একটি কার্ড বাতিল করা হয়েছে। একের অধিক কার্ডধারী জামায়াত নেতা আনিছুর, ইউপি সদস্যের ভাই জলিলের বিষয়টি জানতে চাইলে, উত্তরে তারা গরীব মানুষ বলে মোবাইল ফোনটি কেটে দেন।

ওই ওয়ার্ডের ট্যাগ অফিসার সাতক্ষীরা সদর উপজেলার সমবায় কর্মকর্তা তৈবুর রহমান জানান, আমি ওই ওয়ার্ডের নতুন ট্যাগ অফিসার। আমি কিছুই জানিনা। আমার স্বাক্ষরিত কারোও কার্ড হয়নি।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের ০১৩০৯-৫১৩৫৭২ মুটো ফোনে বারবার যোগাযোগ করা হলেও কথা বলা সম্বব হয়নি।

এলাকার সাধালণ মানুষ অভিযোগ করে বলেন, ইউপি সদস্য আব্দুল হান্নান একজন বাজে লোক। তার ইউপি সদস্য বাতিল করতে হবে। সে গরীব মানুষের কার্ড বাতিল করে ধনী ব্যক্তিদের নামে কার্ড করেছেন। তাই আমরা গ্রামবাসি ইউপি সদস্য আব্দুল হান্নানের যাতে বিচার হয় এবং বাতিল হওয়া কার্ড গুলো যাতে ফেরত পায় তার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র