বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

সাতক্ষীরায় সাংস্কৃতিক উৎসব উদ্বোধন

‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২দিন ব্যাপি সাংস্কৃতিক উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপপরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিরযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন, ‘সাংস্কৃতিক প্রচার প্রসারের সাথে সাথে সরকারের উন্নয়ন কর্মকান্ডকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরকে হবে। সকলকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ্যে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুর্দ্ধ করতে সাংস্কৃতিক উৎসব অগ্রণী ভূমিকা রাখবে।’

সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক প্রমুখ।

উল্লেখ্য, তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণের মাঝে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে দেশের ৬৪ জেলায় দু’দিনব্যাপি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। সারা দেশে দু’দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবে মেতে উঠবে দেশ। তৃর্ণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ও বিকাশ ঘটাতে জেলায়-জেলায় ‘সাংস্কৃতিক উৎসব ২০১৮’ উদ্যাপন করা হচ্ছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আবহমান বাংলার কৃষ্টি, সাংস্কৃতি এবং ঐতিহ্যের লালন ও প্রসারের অংশ হিসেবে সাতক্ষীরা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে দুইদিন ব্যাপি ‘সাংস্কৃতিক উৎসব ২০১৮’ পালন করা হবে। এসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংস্কৃতিক অঙ্গণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনডিসি দেওয়ান আকরামুল হক ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন।

নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : এমপি রবি

সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের নের্তৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে শহরের মুনজিতপুর ইসু মিয়া সড়কস্থ মীর মহলে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আহবানে এ মতবিনিময় সভায় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা স্বাধীনতা, উন্নয়ন ও শান্তির প্রতিক। দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই।’

মতবিনিময় সভায় বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান বলেন- সাতক্ষীরা সদর ছিল জামাত-বিএনপির দখলে, আওয়ামীলীগের এই আসনের প্রার্থীরা সব সময় পরাজয় বরণ করতো। ২০১৪ সালের ০৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে নৌকা। এই নির্বাচনে আওয়ামীলীগের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির বিরোধীতা করেছিল আওয়ামীলীগের অনেক নেতা। তিনি একজন সৎ যোগ্য মানুষ বলেই তিনি ভোটে জয়লাভ করেছিলেন। এর পর তিনি সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ডে নিরলসভাবে কাজ করে আওয়ামীলীগের ঘাটি তৈরী করেছেন। এখন নৌকার প্রার্থীর সংখ্যা বেড়েছে। আগে সাহস পেতোনা। তাই সব কৃতিত্ব বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির।’

আরো বক্তব্য রাখেন ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, জেলা আওয়ামীলীগের সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য সাইফুদ্দিন পলাশ, ব্রক্ষèরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মগরেব আলী, বাবলুর রহমান, নাজমুস শাহাদাত পলাশ, মোশারফ হোসেন প্রমুখ।

এসময় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র