রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় ভারতীয় হাইকমিশনার বিভিন্ন মন্দির পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন দেখতে চায় ভারত। এই লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে এরই মধ্যে একটি চুক্তি হয়েছে। খুব সত্ত্বরই কিছু সংখ্যক রোহিঙ্গা মিয়ানমারে প্রত্যাবাসিত হবে বলে উল্লেখ করেন তিনি।

শ্রিংলা রোববার সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজিরহাটে প্রণব মঠের অতিথি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তাকে প্রণব মঠের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

তিনি বলেন, ১৯৭১ সালে এক কোটি বাঙ্গালিকে ভারত যেমন আশ্রয় ও সহায়তা দিয়েছিল এবারও বাংলাদেশ ঠিক একইভাবে ১১ লাখ নির্যাতিত রোহিঙ্গাকে তার দেশে আশ্রয় দিয়ে মানবতার পরিচয় দিয়েছে। তাদের প্রত্যাবাসনে ভারতের যেমন সহযোগিতা থাকবে তেমনি অন্যান্য দেশেরও উচিত বাংলাদেশকে সহায়তা দেওয়া। তিনি বলেন, আমরা সব সময় এ ধরনের নির্যাতিতদের গ্রহন করতে প্রস্তুত রয়েছি। কাজটি মোটেও ছোট নয় বলে উল্লেখ করেন তিনি। ভারত বাংলাদেশের সুসময় ও দুঃসময়ে পাশে আছে উল্লেখ করে শ্রিংলা বলেন এখন দুই দেশের মধ্যে খুবই শক্তিশালী সম্পর্ক বিরাজ করছে।
হর্ষবর্ধন শ্রিংলা আরও বলেন ভারত সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ‘দুই দেশ এখন সম্পর্কের সোনালী অধ্যায় পার করছে’। এই সম্পর্কের আরও অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন আমরা এতে খুব খুশী। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন বলেছেন ধর্ম যার যার উৎসব সবার । আমি নিজেও তা দেখেছি। কারণ এদেশের সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে। তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতীয় সেনারা মুক্তিযুদ্ধে সহায়তা দিতে পেরে গর্বিত মনে করে। তিনি বলেন বন্ধু দেশ বাংলাদেশে ভারত সরকারের দেওয়া ৩৫০ কোটি টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান সংস্কারের কাজ চলছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ডা. আফম রুহুল হক এমপি।

ভারতীয় হাইকমিশনার এর আগে সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুরে বংশীপুর মন্দির পরিদর্শন করেন। তিনি মন্দির সংস্কারে অর্থ বরাদ্দ দেন। তিনি দেড় কোটি টাকা ব্যয়ে প্রণব মঠের অতিথি ভবন নির্মান কাজ উদ্বোধন করেন।

বাংলাদেশের সাথে ভারতের সোনালী সম্পর্ক বিরাজমান: ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা

শ্যামনগরে ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমাতা মন্দির পরিদর্শন করেছেন ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

রোববার দুপুর সাড়ে ১২ টায় সাতক্ষীরা থেকে সড়ক পথে সরাসরি ঈশ্বরীপুর কালী মন্দিরে আসেন এবং কালীমায়ের মন্দিরে পূজা দেন। পূজা শেষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন এবং মন্দিরের উন্নতিকল্পে পুরোহিত দীলিপ মুখার্জির নিকট নগদ ১ লাখ টাকা প্রদান করেন।

মন্দির প্রাঙ্গনে উপস্থিত সকলের উদ্দেশ্যে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ঈশ্বরীপুর কালী মন্দিরে আসতে পেরে অত্যন্ত খুশি।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সৈন্যদের সরাসরি অংশগ্রহণ ঐতিহাসিক ঘটনা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাথে ভারতের সোনালী সম্পর্ক বিরাজমান। সুখে দুঃখে বাংলাদেশের পাশে থাকার অঙ্গিকার করেন তিনি।

অন্যান্যদের মধ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বক্তব্য দেন।

তাছাড়া শ্যামনগর উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি অসীম কুমার মৃধা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন এবং বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে জানান।

এসময় ভারতীয় সহকারি হাইকমিশনার রাজেস রায়না, ফাস্ট সেক্রেটারী (রাজনৈতিক) রাজেস ণটক, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সাতক্ষীরা অতিঃ পুলিশ সুপার ইলতুত মিশ, অতিঃ পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল জামিরুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামান, শ্যামনগর উপজেলা সহকারি কমিশানার (ভূমি) সুজন সরকার, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম সহ পদস্থ সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ
সময় তিনি এমপি জগলুল হায়দারকে ধন্যবাদ জানান।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এ্যাড. কৃষ্ণপদ মন্ডল।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র