বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০১৯ (অনুর্ধ্ব ১৭) এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সদর উপজেলা প্রশাসনের পরিচালনায় ও ব্যবস্থাপনায় এবং সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়েব হাসান বাবু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো, জাহিদুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর সদস্য সচিব জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী প্রমুখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ (অনুর্ধ্ব ১৭) এর সদর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় মুখো মুখি হয় ফিংড়ি ইউনিয়ন দল বনাম ধুলিহর ইউনিয়ন পরিষদ দল।
প্রথমার্ধের খেলায় ২৭ মিনিটের সময় ধুলিহর ইউনয়ন দলের ০৯ নং জার্সি পরিহীত খেলোয়াড় হাসানুর ১টি গোল করে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নেয়। হাড্ডা হাডিড লড়াইয়ে প্রথমার্ধের খেলায় ফিংড়ি ইউনিয়ন দল কোন গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলার ২১ মিনিটের সময় ফিংড়ি ইউনিয়ন দলের ১৬ নং জার্সি পরিহীত পার্থ ০১টি গোল করে খেলার সমতা আনে। এর পরপরই খেলার ২২ মিনিটের সময় ধুলিহর ইউনিয়ন দলের ১৩ নং জার্সি পরিহীত খেলোয়াড় আশরাফুজ্জামান ০১টি গোল করে জয়ের লক্ষ্যে পৌছে যায়। খেলার শেষ মুহুর্তে দুই পক্ষই হাড্ডিা হাড্ডি লড়াই করে আর কোন গোল করতে সক্ষম হয়নি।
ফলে ধুলিহর ইউনিয়ন ২-১ গোলে ফিংড়ি ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার সেরা গোলদাতা নির্বাচিত হন ধুলিহর ইউনিয়ন দলের হাসানুর, সেরা খেলোয়াড় নির্বাচিত হন একই দলের হাফিজুর রহমান।

খেলার খেলার রেফারীর দায়িত্ব পালন করেন এ.কে আজাদ কাঁনন, সহকারি রেফারী ছিলেন পিপুল খান, আসাদুর রহমান ও পিন্টু মিত্র।

ফাইনাল লেখায় স্টেডিয়ামের গ্যালারীতে দর্শকের তিল ধরনের ঠায় ছিলনা।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!