পড়ুন ইংরেজিতেও...
সাতক্ষীরায় পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাতক্ষীরার দেবহাটায় জামায়াত-শিবির ক্যাডার কর্তৃক জোরপূর্বক সংখ্যালঘু সম্প্রদায়ের পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলার শ্যামনগর গ্রামের বিনোদ বিহারীর ছেলে বাবু লাল সরকার এ অভিযোগ করেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, সাতক্ষীরার দেবহাটা মৌজায় রামনগর এস এ ১০০ নং খতিয়ানে এবং একই উপজেলার বালিথা মৌজার এস এ ১৪৮ নং খতিয়ানে যার বিএস ২৯০ ও ১৭২ ও ১৭৫ নং খতিয়ান, সাবেক ১০১২ হাল ১৫০২, দাগে ৩৬.৩২ একর ভুমির মধ্যে পশ্চিম পার্শ্ব হইতে ৭৩৫ একর এবং হাল ১৫০৪ দাগের .৬৫ একর এক্ষুনে ৮.০০ একর জমি আমার পিতা বিনোদ বিহারী সরকারের পৈত্রিক ২৪ বিঘা সম্পত্তি যা ধান ও মৎস্যচাষ ঘের হিসাবে ১০০ বছরের অধিককাল সরকারি কর খাজনা দিয়ে দখলে আছি। উক্ত ২৪ বিঘা সম্পত্তি আমার পিতামহ স্বর্গীয় নিবারন সরকারের নামে ডি.এস. স্বত্ববান এবং স্বর্গীয় বিনোদ সরকার ও তার ছেলে স্বর্গীয় চন্দ্রকান্ত সরকারদের নামে এস. এ রেকর্ড বর্তমান মাঠ জরীপে আমার পিতা ও পিতামহ’র নামে রেকর্ড রয়েছে। বর্তমানে আমাদের পিতা স্বর্গীয় বিনোদ বিহারী সরকারের নামে ২০১৬ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করা আছে।
কিন্তু ১৮/০২/২০১৮ তারিখে স্থানীয় একটি কুচক্রী মহলের ছত্রছায়ায় জামাত-শিবির ক্যাডার দেবহাটা সুবার্ণবাদ কদমখালী এলাকার মৃত তছির উদ্দীন গাজীর ছেলে নুর আলী গাজি, আয়ুব আলি, নুর আলীর ছেলে আবুল কালাম, আইয়ুব আলীর ছেলে রফিকুল গাজী, জোহর আলী গাজীর ছেলে আব্দুল মজিদ, দেবহাটার গোবরাখালী এলাকার মৃত শ্যাম আলীর ছেলে আফসার আলী, সাতক্ষীরা সদর উপজেলার এল¬ারচর এলাকার গোলাম মোড়লের ছেলে খলিলুর হাজী, ছাত্তার গাজি, কওসার, গফফার, মাইক নজরুল দবির সান ছেলে শফি সম্পূর্ণ লোভ ও লালসার বসবর্তী হয়ে অন্যায়ভাবে আমাদের উক্ত সম্পত্তিতে প্রবেশ করে উক্ত ২৪ বিঘা সম্পত্তি হইতে ৪ বিঘা ১০ কাঠা সম্পত্তিতে প্রবেশ করে উক্ত জমি দখল করে নেবে বলে আস্ফালন করছে।
তাদের এধরনের কর্মকান্ডের প্রতিবাদ করলে মারধর, খুন করবে বলে হুমকি দিচ্ছে। উক্ত ব্যক্তিদের হুমকিতে আতংকিত হয়ে পড়েছেন তিনিসহ তার পরিবার।
সাংবাদিক সম্মেলেন উপস্থিত ছিলেন, বাবু লালের ভাইপো বিনয় কৃষ্ণ সরকার, বিমল কৃষ্ণ সরকার, বিভূতী, প্রতীম সরকার প্রমুখ।
এ ব্যাপারে উক্ত সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাতক্ষীরা পুলিশের সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
Press conference in Satkhira protest against attempting to acquire parental property
A press conference was held in Debhata, Satkhira to protest the attempt of the Jamaat-Shibir cadre to capture the paternal property of the minority community.
Babu Lal Sarkar, son of Binod Bihari of Shyamnagar village of Debbata upazila, filed a complaint at a crowded press conference in Satkhira Press Club on Sunday.
In the written speech, he said in a written speech, Ramna Nagar, SA 100 in Khatiaan and Ramna Nagar of Satkhira in Khatiaon in Salih Mouza of Khulna Maidan in the same district, which includes BS 290, 172 and 175, Khatia, 1012, 1502, 36.32 acres of land, and 735 Acres and 1504 stains .65 acres of land now 8.00 acres of land is the property of my father, the Binod Bihari government, which is more than 100 years of paddy and fish cultivation gardens. Yesterday I am occupying the government tax lease. That 24 bigha property is named to my grandfather’s heavenly abdication government. Suitable and divine government and his son come under the name of the heavenly government of Chandrakanta. This record has the record of the name of my father and grandfather in the current field survey. In the name of our father, the divine Binod Bihari government, we have been paying rent till 2016.
But on 18/02/2018, Jamaat-Shibir cadre of a local Kuchakri Mahila, on the outskirts of a local Kuchakri Mahabal, was the son of late Tashir Uddin Gazi, Noor Ali Ghazi, Ayub Ali, Noor Ali’s son Abul Kalam, Ayub Ali’s son Rafiqul Gazi, Zohar Ali Ghazi’s son Abdul Majid. , Afsar Ali, son of late Shyam Ali of Debabata Gobarkhali area, Khalilur Haji, son of Golam Morol of Lakhar area of Satkhira Sadar upazila, Satta Gazi, Kausar, Gaffar, Mike Nazrul Dabir Sun boy Shafi, entering into our property illegally entering the property and lobbying, said that from the said 24 bigha property, 4 bigha 10 katha land will enter and take possession of the land.
The protesters threatened to kill him after protesting against such acts. She and her family, including those who have become frightened by the threat of those people.
The press conference was attended, Babu Lal’s nephew Vinay Krishna Sarkar, Bimal Krishna Government, Binwati, Primaem Sarkar and others.
He sought immediate intervention of Satkhira Superintendent of Police to save him from the terrorists.
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন