বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সমাপনী অনুষ্ঠান

সাতক্ষীরায় ডিজিটাল মেলায় গ্রাহক সেবায় সেরা পুরষ্কার বিআরটিএ’র

সাতক্ষীরায় তিন দিন ব্যাপি ডিজিটাল মেলায় গ্রাহক সেবায় সেরা ই-সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে পুরস্কার পেয়েছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন ব্যাপি ডিজিটাল মেলার শেষ দিনে শনিবার বিকালে বিভিন্ন ক্যাটাগেরিতে পুরস্কার বিতারনে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল গ্রাহক সেবায় সেরা ই-সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটির ত্রুেষ্ট প্রদান করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।

এ সময় উপস্হিত ছিলেন- সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মোঃ মহিউদ্দিন, জেলা প্রশাসকের পত্নি ও কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ সেলিনা আফরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন।

বিআরটিএ’র পক্ষে ক্রেস্ট গ্রহন করেন সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী।

উল্লেখ্য, মেলার প্রথম দিন বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা তিনদিন ব্যাপি ডিজিটাল মেলা উদ্বোধন শেষে মেলার মধ্যে বিভিন্ন স্টল পরিদর্শন শেষে বিআরটিএ’র স্টল দু’টি পরিদর্শনে এসে তাদের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

অপর দিকে বিআরটিএ’র স্টল থেকে তিন দিন ব্যাপি গ্রাহকদের বিভিন্ন সেবা সম্পর্কে বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকোশলী তানভীর আহম্মেদ বলেন- ‘আমরা তিন ব্যাপি ডিজিটাল মেলায় গ্রাহকদের সর্বচ্ছো বিভিন্ন সেবা দেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে সাথে সাথে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স প্রদান, রেজিষ্ট্রেশনের একনলেজমেন্ট ছিলিপ প্রদান, স্মার্ট ড্রাইভিং ও রেজিষ্টেশনের কার্ড সঠিকতা যাচাইয়ের জন্য কার্ড রিডার মেশিনের মাধ্যমে পরীক্ষা করা, বিভিন্ন ফরম, সড়ক নিরাপত্তা বিষয়ক ষ্টিকার, লিফলেট সহ ট্রাফিক সিগনালের বই বিতরণ অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন- ‘বিআরটিএ’র যে কোন সেবা পূর্বের ন্যায় অফিস থেকে অব্যাহত থাকবে।’

সাতক্ষীরায় ৩ দিন ব্যাপী ডিজিটাল মেলায় পুরস্কার বিতারন ও সমাপনী

পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো সাতক্ষীরায় তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৃহস্পতিবার হতে শুরু হওয়া তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শনিবার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন’র সভাপতিত্বে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ভরি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জাকির হোসেন, সাতক্ষীরা জেলা প্রশাসক পত্মী মিসেস সেলিনা আফরোজ, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো: হাফিজ আল আসাদ, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো:হাফিজ আল আসাদ এবং শ্রেষ্ঠ সেরা ই-সেবা কারী প্রতিষ্ঠান বিআরটিএ সাতক্ষীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মো: হাফিজ আল আসাদ ও সেরা ই-সেবা প্রদানকারি প্রতিষ্ঠান বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সাহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এছাড়া মেলার স্টলে সরকারি সেবা দানসহ বিভিন্ন প্রতিযোগিতায় সেরা প্রতিষ্ঠান প্রধানের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র