বুধবার, অক্টোবর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা ইমনকে শ্বাসরোধ করে হত্যা, আটক ২

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হাসিবুল হাসান ইমন (২৫)। সে খুলনা আজম খান কমার্স কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র।

এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

ইমন সাতক্ষীরা পৌরসভাধীন সুলতানপুরের শেখ ইকবাল হাসান লিটনের বড় ছেলে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আমতলা বিলের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, বিলের ঘেরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে ইমনকে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে।

ইমনের চাচা শেখ আলমগীর হোসেন জানান, সোমবার রাত সাড়ে ন’টার দিকে ইমন বাসা থেকে বের হয়। এরপর থেকে তার সন্ধ্যান পাওয়া যাচ্ছিলনা। এমনকি তার ফোনটিও বন্ধ পাওয়া যায়। সকালে ধুলিহর এলাকা থেকে জনৈক ব্যক্তির মাধ্যমে তিনি জানতে পারেন, ওই এলাকায় এক যুবকের মরদেহ পড়ে আছে। পরে তিনিসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যেয়ে নিহতের পরিচয় সনাক্ত করেন।

নিহতের ছোট ভাই শেখ রিমন হাসান জানান, খুব বিনয়ী ও মেধাবী ছাত্র ছিলেন তার ভাই। কিছুদিন হলো তিনি বাড়ীতে বেড়াতে এসেছেন। কারো সাথে তার বিরোধ থাকতে পারে, এমন ঘটনা তার জানা নেই।

এদিকে, বড় ছেলেকে হারিয়ে পাগলপ্রায় তার মা-বাবা। বারবার মুর্চ্ছা যাচ্ছেন তার মা হোসনে আরা খাতুন। বাবা ইকবাল হাসান নির্বাক দৃষ্টিতে আগন্তুকদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন। নিহতের পরিবারের সদস্যরা দোষীদের সনাক্ত করে উপযুক্ত বিচারের দাবী জানিয়েছেন।

জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সূজন জানান, ইমন জেলা ছাত্রলীগের বলিষ্ঠ নেতা ছিলেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তবে কারো সাথে ইমনের রাজনৈতিক বিরোধের কথা তার জানা নেই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্যা জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্টের বর্ণনা অনুযায়ী তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে মনে হয়। মরদেহ উদ্ধারের সময় তার মুখ ও কান দিয়ে রক্ত ঝরছিল।
‘কারা এ হত্যাকান্ড ঘটাতে পারে?’- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছেনা।
‘কোন বিষয়কে সামনে রেখে তদন্ত কাজ চালানো হবে?’- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার পরিবার এখন শোকে হতবিহবল। পরিবার, প্রতিবেশী এবং বন্ধুদের দেওয়া তথ্য ছাড়া ক্লু খুজে পাওয়া মুশকিল।
মামলার পরপরই পুলিশ তদন্ত করে হত্যার কারণ উদঘাটন করবে।

তবে আটককৃত চাচাতো ভাই বিপ্লব ও মুরাদকে জিজ্ঞাসাবাদে কোন তথ্য পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র