সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস

সাতক্ষীরায় ভাষা শহীদ আনোয়ার স্মৃতি সংসদের কমিটি গঠন

সাতক্ষীরায় ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন- ‘১৯৫০ সালের ২৪ এপ্রিল পাগলা বাঁশি বাজিয়ে গুলি করে নির্বিচারে হত্যা করা হয় ৭জন দেশপ্রেমিককে। নিহতরা হলেন রাজবন্দী- বিজন সেন, দিলওয়ার হোসেন, হানিফ শেখ, কম্পরাম সিংহ, সুখেন্দু ভট্টাচার্য, সুধীন ধর ও আনোয়ার হোসেন নিহত হন। ৪২জন রাজবন্দীর দু-একজন ছাড়া সবাই আহত হন। নিহতদের মধ্যে আনোয়ার হোসেন ভাষা আন্দোলনের প্রথম শহীদ।’

বক্তারা বলেন- ‘১৯৪৮ সালের ১১ মার্চ তারিখকে ‘বাংলা ভাষা দাবি দিবসে’ খুলনা বিএল কলেজের তেজদীপ্ত মেধাবী ছাত্রনেতা আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তার সাথে ছিলে বিএল কলেজের অন্যান্য কয়েকজন ছাত্রনেতা। পরবর্তীতে রাজশাহীর খাপড়া ওয়ার্ডে নিয়ে তাকে ২৪ এপ্রিল গুলি করে হত্যা করে। ভাষা শহীদ আনোয়ার হোসেনের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে। তার পিতার নাম কোনাই সরদার। নানা শিক্ষক বাছের সরদারের বাড়িতে থেকে লেখাপড়া করতেন তিনি।’

আনোয়ার হোসেনকে ভাষা শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা।

আলোচনা সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট ‘ভাষা শহীদ আনোয়ার স্মৃতি সংসদ’ কমিটি গঠন করেন।

কমিটির সদস্যরা হলেন, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহিম, সাংবাদিক এসএম শহীদুল ইসলাম, বিশিষ্ট লেখক ও গবেষক অরবিন্দু মৃধা, কবি গাজী শাহজাহান সিরাজ, কবি নিশিকান্ত ব্যানার্জী, মনিরুজ্জামান মনি ও মুনসুর রহমান।

এর আগে খাপড়া ওয়ার্ডের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বুধবার (২৪ এপ্রিল) সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহিম, সাংবাদিক এসএম শহীদুল ইসলাম, বিশিষ্ট লেখক ও গবেষক অরবিন্দু মৃধা, কবি গাজী শাহজাহান সিরাজ, কবি নিশিকান্ত ব্যানার্জী, মনিরুজ্জামান মনি ও মুনসুর রহমানসহ অনেকেই।

সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ইতিহাসের আড়ালে থাকা ব্যক্তিদের খুঁজে বের করে তাঁদের সামনে আনার প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র