বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরার মুন্সিগঞ্জের আকাশকে রুখবে কে?

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের আব্দুর রহমান আকাশের  প্রতারণার মুখোশ উম্মোচন হতে শুরু করেছে। সরকারি প্রকল্প নিজের নামে প্রচার করে বিভিন্ন মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক।

একাধিক সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের ইনোভেশন ইন পাবলিক সার্ভিসের আওতায় সুন্দরবন সংলগ্ন এলাকায় আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টার সংলগ্ন রেস্টুরেন্টটি বরাদ্ধ নিয়ে পুরো আকাশলীনা তার বলে প্রচার দিয়েছে। ট্যুরিজম সেন্টারটি নাম আকাশলীনা হওয়া সেই সুযোগটি নিয়েছে প্রতারক আব্দুর রহমান আকাশ। সে বিভিন্ন জায়গায় বলে বেড়িয়েছে আকাশ তার নাম এবং লীনা আমার স্ত্রীর নাম সেই কারনে তার নাম রাখা হয়েছে আকাশলীনা। কিন্তু বাস্তাবে দেখা গেছে ভিন্ন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে সম্প্রতি রুপসী বাংলার কবি জীবনান্দ দাশের আকাশলীনা কবিতার নামানুসারে এই ট্যুরিজম সেন্টারটির নাম করণ করা হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়ার তার রেস্টুরেন্টে কর্মরত একাধিক কর্মচারীকে বেতন না দিয়ে তাড়িয়ে দিয়েছে বহু অপকর্মের হোতা এই আকাশ।

আকাশলীনার রেস্টুরেন্টের সাবেক কর্মচারী মুজিবর রহমান, বেতন চাইলে উল্টো টাকা চুরিসহ বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে হয়রানী ও নির্যাতন করে থাকেন। আমার বেতনের ৩ হাজার টাকা পাবো আকাশের কাছে। সে টাকা না দিয়ে বিভিন্নভাবে তালবাহনা করছে। শুধু আমার সাথে না আকাশলীনায় যত কর্মচারী কাজ করেছে তাদের মধ্যে অধিকাংশ কর্মচারির বেতন পায়নি বলে তিনি অভিযোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, সুন্দরবন সংলগ্ন এলাকায় জোয়ার মোটেল নামে বহুতল পাচ তারকা হোটেলের নকশা দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগকারীরা আরো বলেন, সে বিলাশ বহুল হোটেলের জমি কেনা হয়েছে বলে একাধিক ব্যক্তির কাছ থেকে শেয়ারের টাকা নিয়েছেন। কিন্তু কোথায় জমি কেনা হয়েছে সেটি কেউ বলতে পারে না।

এদিকে গত আগস্ট শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরকৃত পত্রের মাধ্যমে জানানো হয়েছে যে, আকাশলীনা ট্যুরিজম সেন্টার সংলগ্ন আব্দুর রহমান আকাশের বরাদ্দ নেওয়া রেস্টুরেন্ট প্রায় বন্ধ থাকার কারণে আকাশলীনায় আসা পর্যটকদেরা বিড়ম্বনার শিকার বলে হচ্ছেন। এর আগে একাধিক বার চিঠি দিলেও তিনি কোন উদ্যোগ নেয়নি বলে জানা গেছে। বকেয়া ভাড়া সাত দিনের মধ্যে পরিশোধ করার জন্য শেষ বারের মতো চিঠি দিয়ে সতর্ক করা হলেও আব্দুর রহমান আকাশ প্রশাসনকে না জানিয়ে নওয়াবেকী এলাকার আসাদ নামে একজনের কাছে হোটেল বরাদ্দ দিয়েছেন।

এদিকে মুন্সিগঞ্জ এলাকায় চুনা নদীর ধারে চর বনায়ন কর্মসূচির নামে জমি দখল করে রেখেছেন এই আব্দুর রহমান আকাশ।
এছাড়া তার জোয়ার কটেজে অবৈধ কার্যকালাপ চলে বলে একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন।

মুন্সিগঞ্জ এলাকার দাউদ হাজী নামে একজনের কাছ থেকে কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে জানা গেছে। এছাড়া তার বিরুদ্ধে নারী
কেলেঙ্কিকারীসহ সুন্দরবনের দস্যুদের সাথে সখ্যতা থাকার অভিযোগ রয়েছে।

এছাড়া আকাশের জোয়ার ইকো কটেজে অনৈতিক কাযকালাপ পরিচালনা করে। গত কয়েক বছর আগে এক শিশুকে নির্যাতনের অভিযোগ রয়েছে।

আশালীনার রাঁধুনী আনোয়ার বেগম বলেন, আকাশলীনা নিজের বলে পরিচয় দিতে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া জোয়ারের বড় মোটেল করবে একথা বলে অনেক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আমি আকাশলীনা রেস্টুরেন্টের রাধুঁনী আমার বেতন, খাওয়া দেবে শর্তে চাকরী দিয়ে গত কয়েকমাস বেতন দেয়নি। আকাশের কাছে ৩ মাসের বেতন ১০ হাজার টাকা পাবো। এছাড়া আকাশলীনার রাধূনী সাইদ, মুজিবর রহমান, আব্দুল হাইয়ের বেতন না পেয়ে চাকরি ছেড়ে চলে গেছে।

জোয়ারের পরিচালক আব্দুর রহমান আকাশ বলেন, সরকারি জায়গা দখলের কোন ব্যাপার নেই এটি চর বনায়ন কর্মসূচীর জন্য স্থানীয় চেয়ারমানের কাছ থেকে অনুমোদ নেওয়া হয়েছে। আমার এখানে কাজ করা কোন কর্মচারী আমার কাছে টাকা পাবে না। আর আকাশলীন নামটি খুলনা বিভাগীয় কমিশনার স্যারের দেওয়া এটি আমার নামের সাথে কোন সংশ্লিষ্টা নেই। জোয়ার মোটেলের নাম করে আমার কারো কাছ থেকে টাকা নেয়নি। রেস্টুরেন্টটি আমি নিজেই চালাচ্ছি কারো কাছে বরাদ্দ দেয়নি।

সাতক্ষীরা শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান বলেন, সরকারি জমি দখলের বিষয়টি আমার জানা নেই। তবে বিভিন্ন মানুষের সাথে প্রতারণার বিষয়টি জেনেছি। অনেকে আমার কাছে অভিযোগ করেছে। আকাশলীনার নাম খুলনা বিভাগীয় কমিশনার স্যার দিয়েছেন। আকাশলীনা ট্যুরিজম সেন্টার সংলগ্ন আব্দুর রহমান আকাশের বরাদ্দ নেওয়া রেস্টুরেন্ট বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি উপজেলা প্রশাসনের পক্ষে থেকে পরিচালনা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র