বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে চোরাই গরুসহ ৩ চোরক আটক

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রাম থেকে এক ইউপি মেম্বারের সহায়তায় ২টি ভারতীয় চোরাই গরু ও চোরাই কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত আলম সাধু সহ ৩ চোর আটক হয়েছে। রোববার (২২ অক্টোবর) বিকেলে ও রাতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

জানা যায়, গত শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে অবিরাম বৃষ্টির মধ্যে ভোমরা-পদ্ম শাঁখরা এলাকার ভারতীয় সীমান্তের ওপার থেকে সংঘবদ্ধ চোরের দল একটি ভারতীয় গাভী গরু ও একটি এঁড়ে বাছুর চুরি করে নিয়ে আসে। যার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। শনিবার দিনভর চোরেরা গরুটি বিক্রয়ের জন্য চেষ্টা করে। এ খবর গোপনে ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ও সাংবাদিক মোঃ রেজাউল করিম মিঠু জানতে পেরে চুরির ঘটনা সন্ধান করতে থাকে। এরই মধ্যে রোববার দুপুরে বড়খামার গ্রামের মোঃ মাজেদ আলী কারিকরের পুত্র মোঃ শুকুর আলী (২২) কে মিঠু মেম্বার ও গ্রাম পুলিশ তরিকুল ইসলাম ডেকে এনে জিজ্ঞাসা করলে চুরির আসল ঘটনা ফাঁস হয়ে যায়। শুকুর আলী জানায়, গরু ২টি ভারত থেকে চুরি করে আনা হয়েছে। বালিথা গ্রামের মোঃ বিলাত আলীর দুই পুত্র মোঃ সেলিম হোসেন (৩২) ও আব্দুল হাকিম ভন্ডু (৩৬) তাদের ইঞ্জিনচালিত আলম সাধুতে করে গরু ২টি দেবহাটার বদরতলা বাজার থেকে শনিবার ভোর রাতে বাড়ীতে এনে রাখে। সে আরও জানায়, বালিথা গ্রামের জামাত আলীর পুত্র মোঃ জাহেদ আলী (৪০), বড়খামার গ্রামের মৃত মুনতাজ আলী সরদারের পুত্র মোঃ এবাদুল ইসলাম (৩০) ও একই গ্রামের মৃত কেরামত আলী ঢালীর পুত্র মোঃ ইসহাক আলী (৪৫) আমাকে সাথে নিয়ে চুরি করতে যায়। এরই জের ধরে রোববার দুপুরে মিঠু মেম্বার সদর থানা পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশের এস, আই হাফিজুর রহমান-২, এ,এস,আই সাগর, ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এ,এস,আই মোঃ সৈয়দ আলী শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সেলিম হোসেন ও আব্দুল হাকিম ভন্ডুর বাড়ি থেকে চোরাই ভারতীয় গরু ২টি উদ্ধার করে এবং তাদের বাড়ী থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত আলম সাধু পুলিশ জব্দ করে নিয়ে যায়। এছাড়া পরবর্তীতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চুরির সাথে সু-নির্দিষ্ট জড়িত থাকার অভিযোগে জাহেদ আলী, সেলিম হোসেন ও শুকুর আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত আসামীরা পুলিশের কাছে পলাতক কয়েকজন চোরের নাম-ঠিকানা প্রকাশ করেছে। একটি সূত্র জানায়, জাহেদ, এবাদুল ও ইসহাক এলাকার চিহ্নিত চোর। তাদের নামে হত্যা, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। কিছুদিন জেল খেটে বের হয়ে আবারও তারা চুরি পেশায় ফিরে যায়। অপর একটি সূত্র জানায়, এসব চোরদের সংঘবদ্ধ একটি গ্রুপ রয়েছে। সম্প্রতি তারা বাংলাদেশ থেকে চুরি-ডাকাতি করে ভারতে পাচার করে এবং ভারত থেকে চুরি-ডাকাতি করে বাংলাদেশে নিয়ে আসছে বলে জানা গেছে। মিঠু মেম্বার জানায়, তিনি অনেক কষ্ট করে গ্রাম পুলিশ তরিকুল ইসলামকে সাথে নিয়ে বিভিন্ন বুদ্ধি খাটিয়ে পুলিশকে সহযোগিতা দিয়ে চুরির ঘটনা প্রকাশ করতে পেরেছে। তিনি চুরির সাথে প্রকৃত জড়িত ব্যক্তিদের শাস্তির দাবী জানান।

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ জানান, আটককৃত চোরেরা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মূলত মিঠু মেম্বারের সহযোগিতা নিয়ে চুরির এতবড় একটি ঘটনা পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এসব চিহ্নিত চোরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চোরদের কোন ধরনের ছাড় নেই। এদের সমূলে উৎপাটন করা হবে।

সাতক্ষীরা থানার ডিউটি অফিসার এ,এস,আই জাহিদ সোমবার (২৩ অক্টোবর) সকালে জানায়, ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এ,এস,আই মোঃ সৈয়দ আলী শেখ বাদী হয়ে সাতক্ষীরা থানায় ৮ জনের নাম-ঠিকানা উল্লেখ করে ২/৩ জনকে অজ্ঞাত আসামী বানিয়ে একটি চুরি মামলা দায়ের করেছে। যার মামলা নং-৬৭, তাং-২২/১০/১৭ ইং। ধারা-৩৭৯/৪১১ দঃবিঃ। ৩ জন আটক আছে। ২টি চোরাই গরু উদ্ধার রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র